সেপ্টেম্বর মাস শুরু হতে না হতেই যেন মনে পুলক লেগেছে সকলের। এই বছর দুর্গাপুজো যে সেপ্টেম্বর মাসেই হবে তাই খুব স্বাভাবিকভাবেই আনন্দ হবেই মানুষের। চলছে কেনাকাটা, সাজছে প্রতিমা। তবে শুধু দুর্গাপুজো নয়, এই সেপ্টেম্বর মাসে হতে চলেছে আরও বেশ কয়েকটি অনুষ্ঠান। এক নজরে দেখে নিন সেপ্টেম্বর মাসে রয়েছে কোন কোন গুরুত্বপূর্ণ তারিখ।
৩ সেপ্টেম্বর: পরিবর্তিনী একাদশী: মনে করা হয়, এই একাদশীতে যোগ নিদ্রায় থাকা বিষ্ণু পাশ ফিরে শোন। তাই খুব স্বাভাবিকভাবেই এই একাদশীর মহিমা অপরিসীম।
৪ সেপ্টেম্বর: এই তিথিতে বামন অবতার রূপ গ্রহণ করেছিলেন শ্রীবিষ্ণু, তাই এই দিনটিতে পালন করা হয় বামন জয়ন্তী।
আরও পড়ুন: লক্ষ্মীর ৮ ঐশ্বরিক রূপের পুজো যা বদলে দেয় জীবন, জেনে নিন অষ্টলক্ষ্মীর মাহাত্ম্য
৫ সেপ্টেম্বর: একদিকে যেমন ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস তেমন অন্যদিকে এই বছর এই দিনে পালন করা হবে ‘ওনাম’। মনে করা হয়, এই দিনেই মর্ত্যলোকে ফিরে এসেছিলেন বলী রাজা।
৬ সেপ্টেম্বর: গণেশ পুজোর সমাপ্তি হয়ে এই দিন আবার কৈলাসে ফিরে যাবেন গণেশ। এই দিন সারা দেশজুড়ে চলবে গণেশ বিসর্জন।
৭ সেপ্টেম্বর: এই দিন থেকে শুরু হতে চলেছে পিতৃপক্ষ। শুধু তাই নয়, এই দিন বছরে শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত থেকেও।
১৩ সেপ্টেম্বর: এই দিন তুলা রাশিতে প্রবেশ করবে মঙ্গল, বিভিন্ন রাশিতে আসবে বিভিন্ন পরিবর্তন।
১৫ সেপ্টেম্বর: এই দিন শুক্র প্রবেশ করবে সিংহ রাশিতে এবং বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে। খুব স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বিভিন্ন রাশি জাতক-জাতিকাদের জীবনে আনতে চলেছে গুরুত্বপূর্ণ সময়।
আরও পড়ুন: দশ হাতে দশ অস্ত্র নিয়ে অসুর নিধন করেন মা দুর্গা, জানেন কোন অস্ত্রের কোন মহিমা?
১৭ সেপ্টেম্বর: এই দিন সূর্য সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে গোচর করবে। আবারও পরিবর্তিত হবে রাশিগুলির ভাগ্য।
১৯ সেপ্টেম্বর: এই দিন পালন করা হবে শিবরাত্রি। আশ্বিন মাসের শিবরাত্রি পালন হবে এই দিন।
২১ সেপ্টেম্বর: এই দিন হবে পিতৃপক্ষের অবসান।
মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন বহু মানুষ।
২২ সেপ্টেম্বর: আশ্বিন মাসের শুক্লপদ তিথি থেকে শুরু হবে দেবীপক্ষ। চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে দেবীপক্ষে সূচনা।