অপারেশন সিঁদুরের পর থেকেই ট্রেন্ডিং কুমকুম আর সিঁদুর, তফাত কোথায় দুটির মধ্যে? Updated: 08 May 2025, 07:44 PM IST Sanket Dhar বুধবার গভীর রাতেে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। এই প্রত্যাঘাতের নাম ছিল অপারেশন সিঁদুর। তার পর থেকেই নেটদুনিয়ার ট্রেন্ডিং কুমকুম আর সিঁদুর।