১। ঠাকুমা: যা-ই বলিস! আমাদের সময় গানগুলো ছিল অনেক বেশি মেলোডিনির্ভর। শুনেই মন ভরে যেত। আর এখন কী গান বাজছে দেখ!
নাতনি: ঠাকুমা! এটা গান বাজছে না! রান্নাঘরে মিক্সি চলছে।
(আরও পড়ুন: আকাশ মেঘলা, কিন্তু মন থাকুক ঝলমলে! পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস, জমে যাক দিনটি)
২। এক এলাকায় আগুন লেগেছে। বিশাল আগুন! সঙ্গে সঙ্গে গুলির বেগে ছুটে এল দমকল বাহিনী। এবং দ্রুত এসে ধুপধাপ তারা আগুন নিভিয়ে ফেলল।
তাদের এই কাজ দেখে খুশি হয়ে এলাকার লোকজন চাঁদা তুলে তাদের পাঁচ হাজার টাকা পুরস্কার দিল। তারপর তারা জানতে চাইল, এই যে পাঁচ হাজার টাকা পেল, এ দিয়ে তারা কী করবে।
উত্তরে দমকল বাহিনীর লোকেরা জানাল, তাদের কোনেও গাড়িতেই ব্রেক নেই! ব্রেক লাগাবে!
(আরও পড়ুন: উইকেন্ড তো শুরু, এবার মেজাজ বানান ফুরফুরে, মেঘলা দিনে পড়ুন সেরা ৫ জোকস)
৩। মা: ডিনার খেতে অনেক গেস্ট আসবে এখন। যাও, তাড়াতাড়ি হাত-মুখ ধুয়ে ভালো কাপড়চোপড় পরে তৈরি হয়ে এসো।
ছোট্ট বুবাই: গেস্টরা কি আমাকেই খাবে মা?
(আরও পড়ুন: হাসতে হাসতে কাটিয়ে ফেলুন সব চাপ! সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন মজায়)
৪। ঘোড়া বলল: আমরা মানবজাতির সবচেয়ে বড় বন্ধু। আমরা তাদের কঠিন কাজগুলো করে দিয়ে তাদের জীবন সহজ করে দিই। যুদ্ধের সময় আমরা অপরিহার্য। সোজা কথা, মানবজাতির কর্মে-বিশ্রামে-যুদ্ধে আমাদের বিকল্প নেই।
শুনে গাধা বলল: বললেই হলো! দেখো, একসময় মানুষ গাড়ি আবিষ্কার করবে, তৈরি করবে আধুনিক অস্ত্র। তখন তোমার প্রয়োজন আর থাকবে না। আর আমরা, গাধারা, মানবজাতির ভেতরে চিরকালই থাকব।
(আরও পড়ুন: অনেক দিন প্রাণভরে হাসেননি, কারণ পড়া হয়নি জোকস! আজই পড়ুন দিনের সেরা ৫)
৫। নিজেকে খুব পাকা শিকারী হিসাবে জাহির করে মামা ভাগ্নেকে নিয়ে শিকার করতে গেলেন।
একঝাঁক উড়ন্ত বক দেখে মামা বললেন, ‘দেখিস, এখানে থেকে কেমন গুলি করে একটাকে ফেলে দেব। শুধু দেখ তুই!’