সারা বিশ্বের ধনী ব্যক্তিত্বদের ঘড়ির কালকেশন আগাগোড়াই নজর টানে সাধারণ মানুষের। তার উপর আবার মেটা সিইও মার্ক জুকারবার্গ ফেসবুক চালিয়ে কত টাকা আয় করেন, তা জানতেও আগ্রহী অনেকেই। এমন পরিস্থিতিতে, সম্প্রতি এক লাইভে জুকারবার্গের হাতের ঘড়িটি দেখেই ঘুম উড়েছে নেটিজেনদের। স্বভাবতই ফের শিরোনামে, মেটার প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ।
সম্প্রতি, মার্ক জুকারবার্গ মেটাতে এআই আপডেট নিয়ে আলোচনা করার জন্য ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন। এসময় তাঁর হাতে দেখা ঘড়িটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বসে এবং এখন এই ঘড়িটিই আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরও পড়ুন: (Bizarre: আকৃষ্ট হতে পারেন পার্টনার, এই ভয়ে ক্রিসমাস ডিনারে বন্ধুরা ডাকেন না এই হট মডেলকে)
এই ঘড়ির বিশেষত্ব কী
একটি প্রতিবেদন অনুসারে, জুকারবার্গ এদিন অক্টো ফিনিসিমো আল্ট্রা এসওএসসি পরেছিলেন। ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির এই ঘড়ি বিশ্বের 'সবচেয়ে পাতলা' মেকানিক্যাল ঘড়ি।
- অক্টো ফিনিসিমো আল্ট্রা এসওএসসি হল বিশ্বের সবচেয়ে পাতলা মেকানিক্যাল ঘড়ি, মাত্র ১.৭ মিমি পুরু, যা দু' টি ক্রেডিট কার্ডের আকারের সমান।
- এই ঘড়িটি অত্যন্ত নির্ভুল সময় দেখায়।
- এটি একটি লিমিটেড ভার্সন ঘড়ি, শুধুমাত্র ২০ ইউনিট তৈরি করার কথা।
- এই ঘড়িটি রাখার জন্য একটি কাস্টম-ডিজাইন করা কেসও, এটি অটোমেটিকভাবে ঘড়িটিকে চলতে সাহায্য করে।
- অক্টো ফিনিসিমো আল্ট্রা ঘড়িটির এত পাতলা কেসের ভিতরেই ১৭০টি ছোট অংশ ধরে রাখার ক্ষমতা রয়েছে।
- ঘড়ির প্রধান প্লেট টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি, অন্যদিকে ব্রেসলেট, লাগস এবং বেজেল টাইটানিয়াম দিয়ে তৈরি।
- এই ঘড়িটি সুইস অফিসিয়াল ক্রোনোমিটার টেস্টিং ইনস্টিটিউট (COSC) থেকে একটি সার্টিফিকেটও পেয়েছে।
- এই বিলাসবহুল ঘড়িটির দাম প্রায় ৫ কোটি টাকা।
ঘড়ির ঝলক দেখুন এখানে
প্রসঙ্গত, মার্ক জুকারবার্গ দামী এবং বিশেষ ঘড়ির প্রতি শৌখিন। গত মাসে, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মার্ক জুকারবার্গকে আরও একটি বিলাসবহুল ঘড়ি, ডি বেথুন ডিবি ২৫ স্টারি ভ্যারিয়াস অ্যারোলাইট পরতে দেখা গিয়েছে। এটির দাম প্রায় ২.২০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। এটিও কিন্তু লিমিটেড ভার্সন ঘড়ি এবং প্রতি বছর মাত্র পাঁচটি ইউনিট তৈরি করা হয়।