রূপের কারণে বন্ধুত্ব হারান। অত্যন্ত আকর্ষণীয় দেখতে হওয়ায়, বন্ধুদের সঙ্গে ক্রিসমাস ডিনারও করতে পারতেন না ৩৪ বছর বয়সী সুন্দরী মডেল। নিজেই জানিয়েছেন যে তাঁর রূপ দেখে অস্বস্তি বোধ করতেন বান্ধবীরা। অনেকেই ভাবতেন যে হয়ত তাঁদের স্বামী কিংবা প্রেমিকেরা ওই মডেলের দিকে বিশেষ মনোযোগ দেবেন, তাঁর প্রতি আকৃষ্টও হয়ে যেতে পারেন।
আরও পড়ুন: (Viral: 'এ কেমন দই ফুচকা'!রেগে গিয়ে বেঙ্গালুরু ছাড়ার জন্য ১০১ কারণ দেখালেন মেয়ে)
হিংসা করতেন বন্ধুরা
ব্রাজিলের সাও পাওলোর এই ৩৪ বছর বয়সী মডেলের নাম মেরিনা স্মিথ। তিনি প্রাক্তন মিস বুমবুম উইনার হিসাবেও পরিচিত। মেরিনা জানিয়েছেন, মহিলারা মনে করেন আমি তাঁদের সঙ্গীদের চুরি করে নেব, তাই তাঁরা আমাকে ক্রিসমাস ডিনারে আমন্ত্রণই জানাতে চাইতেন না। তাঁরা চিন্তিত যে আমি তাঁদের স্বামী এবং প্রেমিকদের আকৃষ্ট করতে পারি। এমনকি তিনি কখনই নিজের বন্ধুদের সঙ্গীদের সঙ্গে ফ্লার্ট করেননি বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, স্মিথ প্রায়শই সাহসী পোশাকে নিজের ছবি শেয়ার করেন। এ প্রসঙ্গে আবার তিনি বলেছেন যে ভালো পোশাক পরে আকর্ষণীয় দেখানোর ক্ষেত্রে তাঁর লক্ষ্য কখনই বন্ধুদের পার্টনারদের আকৃষ্ট করা বা তাঁদের মাঝে সমস্যা সৃষ্টি করা নয়। নিজের জন্য সাজেন তিনি।
বলা বাহুল্য, স্মিথের জন্য, বন্ধুদের থেকে দূরে থাকা বিশেষত কঠিন। তিনি অবিবাহিত। আর প্রায়শই দম্পতিদের আমন্ত্রণ জানানো হয় এমন ইভেন্ট থেকে বাদ পড়েন তিনি। স্মিথ আরও বলেন, অবিবাহিত থাকারহওয়ার কারণে আমার বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া এবং তাঁদের সঙ্গে ঘুরতে যাওয়া কঠিন। কারণ তাঁরা সাধারণত নিজেদের সঙ্গীদের সঙ্গেই থাকেন। আর তাঁদের মাঝে স্মিথের উপস্থিতিটা ভালো চোখে দেখেন না বন্ধুরা।
আরও পড়ুন: (Love Guru: লাখ টাকা উড়িয়ে প্রেমের কৌশল শিখছেন ভারতীয় ছেলেরা! মানিব্যাগ খুললেই মিলছে 'লাভ গুরু'র জ্ঞান)
একইভাবে অন্যান্য সুন্দরীরাও বিপাকে পড়েছেন আগেও
এমন অদ্ভুত ঘটনা যে শুধুমাত্র মেরিনার সঙ্গে ঘটেছে তা কিন্তু নয়। সুন্দর চেহারার জন্য সাবরিনা লো নামে একজন ২৩ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও একই ঝামেলায় জড়িয়েছেন। একবার নিজের বন্ধুর ব্রাইডাল পার্টি থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু কেন, এ প্রশ্নের উত্তরে ওই কনে বলে বসেছিলেন যে সাবরিনার স্লিম ফিগার খুব বেশি পরিমাণে অন্যদের মনোযোগ আকর্ষণ করতে পারে। তাই ওই কনে চাননি যে সাবরিনা তাঁর পাশে এসে দাঁড়ান।
ফ্লোরিডার ২৯ বছর বয়সী শাই লিও তাঁর চেহারার জন্য চাপে পড়েছেন। একসময় লি বলেছিলেন, মানুষ তাঁর সঙ্গে খুব আলাদাভাবে আচরণ করে। লি-এর কথায়, মানুষ আপনার ক্রিয়াকলাপ দেখে আপনাকে বিচার করে, এমনটা নয়। বরং তারা আপনার চেহারা দেখে আপনাকে বিচার করে বসেন।