রেডিয়ো চলছে না? অফিসের চাপে শেষমুহূর্তে রেডিয়ো ঠিক করার সময় হয়নি? রেডিয়োয় কোনও কারণে আকাশবাণীর চ্যানেল ধরছে না? ভাবছেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই ঐতিহাসিক মহালয়া শুনতে পারবেন না? মনটা তাই খারাপ হয়ে গিয়েছে? তাহলে মন খারাপ করার কোনও প্রশ্নই ওঠে না। কারণ অনলাইনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠেই মহালয়া শুনতে পারবেন। সেটাও ঠিক ভোর চারটে থেকে। অনলাইনে ভোর চারটে থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার স্ট্রিমিং করবে আকাশবাণী।
আর সেই লাইভস্ট্রিমিংয়ের ফলে ভোর চারটেয় বেজে উঠবে ‘আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগতমাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন…..।’ আর নিশ্চিতভাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে তা শুনতে-শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠবে - সে আপনি পশ্চিমবঙ্গে থাকুন বা ভারতে অন্য কোনও শহরে থাকুন বা বিদেশ-বিভুঁইয়ে থাকুন।
রেডিয়োয় কোন চ্যানেলে মহালয়া শুনতে পারবেন?
শনিবার ভোর চারটে থেকে 'FM Rainbow 102.6 MHz'-তে (এমএফ রেনবো) মহালয়া শুনতে পারবেন। সেটা বাংলায় হবে। হিন্দি এবং সংস্কৃতেও একাধিক চ্যানেলে মহিষাসুর মর্দিনীর শোনাবে আকাশবাণী। সেগুলি হল - 'ইন্দ্রপ্রস্থ', AIR Live News 24x7 এবং FM Gold চ্যানেল।
অনলাইনে কোথায় মহালয়া শুনতে পারবেন? অর্থাৎ কোথায় মহালয়ার লাইভ স্ট্রিমিং হবে?
শনিবার ভোর চারটে থেকে 'Akashvani AIR'-র ইউটিউব চ্যানেলে মহালয়ার লাইভস্ট্রিমিং শুরু হবে (মহালয়া: মহিষাসুর মর্দিনী | Mahalaya : Mahishasur Mardini - Bengali)। সকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত মহালয়ার অনুষ্ঠান চলবে। মহালয়ার লাইভস্ট্রিমিংয়ের জন্য এখানে ক্লিক করুন - ।
তাছাড়া হিন্দি এবং সংস্কৃতেও 'মহিষাসুর মর্দিনী'-র লাইভস্ট্রিমিং হবে। নিজের হিন্দিভাষী এবং সংস্কৃতভাষী বন্ধু-বান্ধবদেরও যদি ‘মহিষাসুর মর্দিনী’ (Mahishasur Mardini - Hindi & Sanskrit | Mahalaya 2023) শোনাতে চান, তাহলে এই লিঙ্কটা পাঠিয়ে দিন - । ভোর চারটে থেকেই সেখানে লাইভস্ট্রিমিং শুরু হবে।