দেখতে দেখতে আজ মহালয়া। কাল প্রতিপদ। অর্থাৎ কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। মায়ের জন্য বছরভর অপেক্ষা করে থাকেন তাঁর আগণিত সন্তানরা। মায়ের আগমনে মেতে ওঠে আট থেকে আশি সকলে। দেবীপক্ষের পবিত্র দিনে মা দুর্গা আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। এমনটাই সকলে কামনা করে থাকেন তাদের প্রিয়জনদের নিয়ে। কিন্তু এই দেবীপক্ষের শুরুর দিন কী বার্তা মেসেজে লিখে পাঠাবেন প্রিয়জনকে? আপনার জন্যই রইল সেরা ১০টি শুভেচ্ছাবার্তা।
দেবীপক্ষের সেরা ১০টি শুভেচ্ছাবার্তা
১. এই দেবীপক্ষ আপনার জীবনে বয়ে আনুক আনন্দ আর নতুনত্বের বার্তা। শুভ দেবীপক্ষ!
২. মায়ের আগমনীর শুভ মুহূর্তে আপনার জীবন ভরে উঠুক অফুরন্ত খুশিতে। দেবীপক্ষের শুভেচ্ছা!
৩. মা দুর্গা আপনার সমস্ত দুঃখ দূর করে জীবনে আলো জ্বালান। দেবীপক্ষের শুভকামনা
৪. এই পবিত্র দিনগুলোতে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হোক। শুভ দেবীপক্ষ!
৫. মায়ের আশীর্বাদে আপনার পরিবারে শান্তি ও সমৃদ্ধি সর্বদা বিরাজ করুক। দেবীপক্ষের শুভেচ্ছা!
আরও পড়ুন - পুজোয় অতিথিদের বানিয়ে দিন শাপলা ফুলের বড়া, জমে যাবে আড্ডা!
আরও পড়ুন - ব্রিটিশ বিরোধী স্বদেশিয়ানার প্রতীক! বাংলার জয়গাথা হয়ে উঠেছিল মায়ের এই ব্রত
৬. আগমনীর সুর বেজে উঠেছে, মা আসছেন। এই সময়টি আপনার জন্য মঙ্গলময় হোক। শুভ দেবীপক্ষ!
৭. মায়ের কৃপায় আপনার সমস্ত স্বপ্ন সত্যি হোক। দেবীপক্ষের আন্তরিক শুভেচ্ছা।