1 মিনিটে পড়ুন Updated: 30 Nov 2023, 11:10 AM ISTSanket Dhar
দিঘায় এবার সত্যজিৎ রায় থিম পার্ক গড়ে তুলবে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সেখানেই বিভিন্ন সিনেমার দৃশ্যসহ চরিত্ররা থাকবে। কবে থেকে সবাই সেখানে যেতে পারবেন?
সমুদ্র সৈকত দিঘা
হালকা শীতের মধ্যে সমুদ্র সৈকতে রোদ পোয়ানো। অনেকেই এই আনন্দে ছুটি পেলেই চলে যান দিঘা-মন্দারমণি। তবে দিঘাতে এখন রয়েছে নানারকম বিনোদনমূলক ব্যবস্থাও। এবার সৈকত শহরের বাসিন্দাদের 'সত্যজিৎ রায়' পার্ক উপহার দেবে রাজ্য।
দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সম্প্রতি এমনটাই পরিকল্পনা করেছে। এর আগে একটি প্রমোদতরী পেয়েছে রাজ্যের এই সমুদ্র সৈকতের শহর। এর পর দিঘার পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে 'সত্যজিৎ রায় পার্ক'। ওল্ড দিঘার বিশ্ববাংলা-২ পার্কের কাছে সেজে উঠছে সত্যজিৎ রায় পার্ক। এই ধরনের পার্ক গড়ে তোলা হচ্ছে দিঘায় আগত পর্যটকদের বিনোদনের জন্য । বিচের পাশে ওল্ড দিঘার বিশ্ববাংলা-২ পার্কের কাছে গড়ে তোলা হবে এই পার্কটি । একদিকে থাকছে সমুদ্রের ঢেউয়ের মজা। অপর দিকে গুপী-বাঘার সঙ্গে হীরক রাজার দেশে ঘুরে বেড়ানোর আনন্দ। গোটাটারই ব্যবস্থা করছে পর্ষদ।
দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা সংবাদমাধ্যমকে জানান, পর্যটকদের কথা ভেবে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এলাকায় উন্নয়ন পরিষেবা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সত্যজিৎ রায়ের তৈরি বিভিন্ন সিনেমার চিত্র তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। আগামী নতুন বছরে তা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।