বর্ষার দিন হবে। আর বাড়িতে ব্রেকফাস্টে খাস্তা কচুরির সঙ্গে গরম গরম জিলিপি। শুধু বর্ষা কেন, শীতের দিনেও জিলিপির স্বাদের জবাব নেই। তবে এতো গেল, আমার আপনার কথা! যদি কোনও ভিনদেশী প্রথমবার জিলিপি খান, তাহলে ভেবে দেখেছেন কী হতে পারে। সেই জায়গা থেকে এই ভিনদেশীর ভিডিয়ো আপনাকে দেখাতে পারি!
এই মহিলা কলম্বিয়ান। তিনি কামড় বসিয়েছিলেন জিলিপিতে। তাঁর প্রতিক্রিয়া তুলে ধরেছেন কোলেন গৌড়া নামে এক ব্যক্তি। বেশি বড় নয়, জিলিপিতে কামড়টা ছোট্টই ছিল। তবে, জিলিপি দেখেই তাঁর প্রতিক্রিয়া 'কী সরু?' এমন সরু মিষ্টি তাঁদের দেশে আদৌ রয়েছে কি না জানা নেই। তবে শাড়ি পরিহিতা এই মহিলা জিলিপি দেখে তো অবাক! এমনও প্যাঁচালো রসে টইটুম্বুর মিষ্টি হতে পারে? যে জিলিপির জন্য দেশের মিষ্টির দোকানগুলিতো সকাল থেকে হয় ভিড়। লম্বা লাইন থাকে মানুষের। জিলিপি ফুরিয়ে গেল কি না তা নিয়ে হয় টেনশন, সেই জিলিপি এই মহিলার খুব একটা পছন্দ হয়নি। ভিডিয়োতে দেখাই গেল, এমন সুস্বাদু মিষ্টিতে মাত্র একটা ছোট্ট কামড় দিয়েই তিনি ক্ষান্ত! আর চাইলেন না খেতে। ভিডিয়ো পোস্ট করে কোলেন গৌড়া লেখেন, এনাকে বাতিল করবেন না। অন্তত তিনি চাইছেন তো খেতে। মহাত্মা গান্ধীর এই উক্তিগুলি জীবনের নানা পর্যায়ে অনুপ্রেরণা যোগায় আজও