এনগেজমেন্ট ভেঙ্গে গেলে আংটি হবে কার, এই জটিল প্রশ্নের উত্তর দিল আদালত। এক মামলার শুনানিকালে এ বিষয়ে রায় দিয়েছে আমেরিকার ম্যাসাচুসেটসের সবচেয়ে বড় আদালত। আসলে শুনানির সময়, বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল ৭০,০০০ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৪০ লক্ষ টাকার একটি আংটি। প্রেমে পড়ে বাগদান করেছিল এক দম্পতি, কিন্তু বিয়ের আগে ভালোবাসার অনুভূতি হয়ে গিয়েছিল উধাও। ভেঙে যায় সম্পর্ক। কিন্তু আংটি ফেরত আসেনি। মামলা ওঠে আদালতে। তারই শুনানি ছিল এদিন।
আরও পড়ুন: (LG Stretchable Display: টানলেই বাড়বে ফোনের স্ক্রিন! LG-র স্ট্রেচেবল ডিসপ্লে-তে এবার একগুচ্ছ ফিচার)
আসল ব্যাপারটি কী ঘটেছিল
আমেরিকার ক্রস জনসন এবং ক্যারোলিন সেটিনোর মামলা এটি। ২০১৬ সালে ডেটিং শুরু করেন তাঁরা। এর পরে একসঙ্গে আমেরিকা এবং ইতালি ভ্রমণ করেন দুজনে। ঘুরতে যাওয়ার টাকা খরচ হয়েছিল জনসনের পকেট থেকেই। এবং সেটিনোকে গয়না, জামাকাপড়, জুতো এবং হ্যান্ডব্যাগও উপহার দিয়েছিলেন প্রেমিক। কিছু দিন যেতে না যেতেই প্রেমিকার হাতে বহুমূল্য হীরের আংটিও পরিয়ে দেন, এনগেজমেন্ট করেন। ২০১৭ সালে সেটিনোর বাবার কাছে গিয়েও তাঁর মেয়েকে বিয়ে করার অনুমতি নিয়ে আসেন জনসন। কিন্তু জনসনের বিয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
আরও পড়ুন: (Reliance Disney Merger: জুড়ে গেল রিলায়েন্স ডিজনি! রাশ ধরলেন নীতা আম্বানি, কী কী বদল আসছে অ্যাপে)
প্রস্টেট ক্যানসার ধরা পড়ে তাঁর। জনসনের চিকিৎসার জন্য তাঁর সঙ্গে হাসপাতালেও যাননি মনের মানুষ সেটিনো। এমন সময় জনসনের মনে হতে থাকে, সেটিনো ধীরে ধীরে নিজেকে তাঁর থেকে দূরে সরিয়ে নিতে শুরু করেছে। সেটিনোর ফোনেও এক অজানা ব্যক্তির মেসেজ দেখতে পান। মেসেজে সেটিনো লিখেছিলেন, তিন দিনের জন্য তাঁর পার্টনার থাকছেন না। পার্টনারের অনুপস্থিতিতেও মজা করতে চান। মেসেজের উত্তরে একটি ভয়েসমেল পাঠিয়েছিল ওই ব্যক্তি। সেটিনোকে 'কাপকেক' বলে ডেকে তিনি বলেছিলেন যে তাঁরা একে অপরকে অনেকদিন দেখেননি। এই ব্যক্তি কে, জনসন সেটিনোকে জিজ্ঞাসা করতেই, বন্ধু বলে দাবি করেন তিনি।
জনসনের মতে, সেটিনো তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন। এত কিছুর পর অবশেষে সম্পর্ক ভেঙে দেন জনসন। তবে আংটি নিয়ে বিভ্রান্তিটা ছিলই। মামলা করেন আদালতে। বিচারক প্রথমে সেটিনোর কাছেই বাগদানের আংটি রাখার অনুমতি দিয়েছিলেন। আদালত যুক্তি দিয়েছিল যে জনসন ভুলভাবে সেটিনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন। এরপর মামলাটি সেপ্টেম্বরের ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্টে ওঠে। রায় আসে জনসনের পক্ষে। বলা বাহুল্য, এই সিদ্ধান্ত নেওয়ার আগে, সম্পর্ক শেষ হওয়ার পেছনে দায় কার, তা নিশ্চিত করার চেষ্টা করতে হয়েছে আদালতকে। তারপরই একমাত্র আংটি নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন: (Weight Loss Tips: ২১ দিন বাড়ির রান্না খেয়ে পাল্টে গেল লুক! মেদ ঝরানোর সস্তা ডায়েট বলে দিলেন তরুণী)
৬০ বছরের পুরনো নিয়ম বাতিল
উল্লেখ্য, বিগত ৬০ বছর পর এই নিয়ম পরিবর্তন করেছে আদালত। আগে আদালত বলেছিল, বাগদানের আংটি প্রিয়জনকে দেওয়া উপহার। তাই সম্পর্ক ভাঙলেও এটি ফেরানো যাবে না। তবে, ব্রেকআপের পিছনে যদি অপরজনের দোষ থাকে, যিনি দিয়েছেন তিনি নির্দোষ হন, তাহলে ওই আংটি ক্রেতার কাছেই ফিরিয়ে দিতে হবে। কিন্তু এখন আদালত রায় দিয়েছে যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বাগদানের আংটি আসলে ক্রেতার সম্পত্তি এবং এটি অবশ্যই ক্রেতাকে ফেরত দিতে হবে।