প্রতিবছরের মতো এই বছরেও ভারতের ভেটারিনারি কাউন্সিলের নির্বাচন সম্পন্ন হয়েছিল গত ৮ জুন। নির্বাচনের ঠিক একদিন পর অর্থাৎ ৯ জুন এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। চলতি বছরে এই নির্বাচনের জন্য মোট ১১ টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৯৩ জন, যার মধ্যে ৬ জন ছিলেন পশ্চিমবঙ্গ থেকে। চলতি বছরে মোট ভোটার সংখ্যা ছিল ৮১,৯৩৮ জন।
ফলাফল থেকে জানা গিয়েছে, চলতি বছরে ভারতের ভেটেরিনারি কাউন্সিলের কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের ডঃ গুরু চরণ দত্ত। দ্বিতীয়বারের জন্য তিনি এই পদে নির্বাচিত হলেন। তিনি একমাত্র বাঙালি যিনি এই পদে নির্বাচিত হয়েছেন ফলে স্বাভাবিকভাবেই এই খবরটি প্রত্যেক বাঙালির কাছে একটি গর্বের বিষয়।
গুরু চরণ দত্ত দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের মেডিক্যাল সেলের সঙ্গে যুক্ত। চলতি বছর ওয়েস্ট বেঙ্গল ভেটেনারি অ্যালমনাই অ্যাসোসিয়েশন বাঁকুড়ার এই ভেটেনারি ডক্টরকে ইন্ডিয়ান ভেটেনারি অ্যাসোসিয়েশনের প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। অবশেষে দ্বিতীয়বারের মতো জয় ছিনিয়ে নিয়ে ভারতের মাটিতে বাঙালির নাম উজ্জ্বল করলেন তিনি।