সম্প্রতি জি বাংলায় সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’। ধারাবাহিকের টিজার এবং ট্রেলার মুক্তি পাওয়ার পর এবার প্রকাশ্যে এল সিরিয়ালের সময়সূচী। কবে থেকে কখন সম্প্রচারিত হবে এই ধারাবাহিক?
জি বাংলার তরফ থেকে একটি নতুন ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে আগামী ২৫ অগস্ট অর্থাৎ সোমবার থেকে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে ঠিক ৯:৩০ মিনিটে। সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্র এই ধারাবাহিকটি দেখা যাবে জি বাংলার পর্দায়।
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
খুব স্বাভাবিকভাবেই নতুন ধারাবাহিক আসার মানেই হল একটি পুরনো ধারাবাহিকের বিদায়। ইতিমধ্যেই জানা গিয়েছে, ‘মিত্তির বাড়ি’-র শেষ দিনের শ্যুটিং সম্পন্ন হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে, আগামী দিনে পথ চলা শেষ হতে চলেছে এই ধারাবাহিকের। তবে সময়সূচী অনুযায়ী ‘মিত্তির বাড়ি’ সম্প্রচারিত হয় ১০:১৫ মিনিটে।
‘মিত্তির বাড়ি’ যে সময়ে সম্প্রচারিত হয়, আগামী সপ্তাহ থেকে সেই সময় দেখানো হবে ‘আনন্দী’। ‘আনন্দী’ ধারাবাহিকের টিআরপি কমে যাওয়ায় ৯:৩০ মিনিটের স্লট পেয়ে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’।
ধারাবাহিক প্রসঙ্গে
এই নতুন ধারাবাহিকে অভিনয় করবেন নন্দিনী দত্ত, সাইনা চট্টোপাধ্যায়, মৈনাক ঢোল এবং সোমরাজ মাইতি। শহর আর গ্রামের দুই নববধূর জীবন কীভাবে রাতারাতি পাল্টে যায় সেটাই দেখানো হবে এই ধারাবাহিকের মাধ্যমে। শ্বশুরবাড়িতে বধূবরণ করতে গিয়ে জানা যায়, নববধূর পাল্টাপাল্টি হয়ে যাওয়ার কথা।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
নতুন জীবন শুরু হওয়ার আগেই যে ব্যাঘাত ঘটে দুই নববধূর জীবনে, সেই সমস্যা থেকে নিজেকে কীভাবে তাঁরা উদ্ধার করবেন নিজেদের? আদৌ এর কোনও সমাধান হবে কি? স্বপ্ন দেখার আগেই সব ভেঙে যাবে, না নতুন আলোর দিশা দেখতে পাবেন এই দুই নববধূ। সবটা জানার জন্য আগামী সপ্তাহ থেকে ঠিক ৯:৩০ মিনিটে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে আসতেই অনেকে দাবি করেছিলেন এই সিরিয়ালের গল্প হুবহু আমির খানের ছবি ‘লাপাতা লেডিস’ ছবির নকল। যদিও তাতে বিন্দুমাত্র ভাটা পড়েনি ধারাবাহিকের জনপ্রিয়তার ক্ষেত্রে। নতুন এই ধারাবাহিক নিয়ে ভীষণ উৎসাহী দর্শকরা।