বাংলা নিউজ > বায়োস্কোপ > Shatrughan-Zaheer: অভিমান গলে জল! ভিনধর্মে মেয়ে সোনাক্ষীর বিয়েতে সায়, হবু জামাইকে বুকে টানলেন শত্রুঘ্ন
দু-দিন পর বিয়ে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের। বাবা-মা'র পছন্দ করা পাত্র নয়, ভালোবেসে ভিনধর্মে বিয়ে করছেন শত্রুঘ্ন সিনহার একমাত্র কন্যা। দীর্ঘ কয়েকদিন ধরে এই বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। মেয়ের বিয়েতে খুশি নন আসানসোলের তৃণমূল সাংসদ এমন কানাঘুষোও শোনা গিয়েছে। আরও পড়ুন-জাহিরের সঙ্গে মেয়ে সোনাক্ষীর বিয়ের বাকি ৩দিন, শত্রুঘ্ন সিনহা বলছেন 'খামোশ', ফের চটলেন?