ইউটিউবার হিসেবে ওয়ান্ডার মুন্না, বং গাইদের কড়া টক্কর দিয়ে এসেছেন ঝিলম গুপ্ত। তাঁর রোস্ট ভিডিয়োর যেন আলাদাই আকর্ষণ আছে। কতই বা বয়স হবে! তাই যখন নেটপাড়ার চোখে পড়ল এমন লেখা, সকলেই যেন আঁতকে উঠলেন। কমেন্ট বক্সে সবার প্রশ্ন, ‘এ ও কি সম্ভব?’
অবশ্য নিজের ভিডিয়ো দিয়ে সকলকে হাসিয়ে ছাড়া ঝিলমের এটাও একটা দুষ্টুমি। কালো ব্যাকগ্রাউন্ডে নিজের ফোটো দিয়ে বড় বড় করে তো লিখলেন, ‘চলে গেলেন ঝিলম গুপ্ত’, কিন্তু সেই ছবির নীচেই একেবারে ছোট ছোট অক্ষরে লেখা হল, ‘রোস্ট ভিডিয়ো বানানোর জন্য বাংলা সিরিয়াল দেখতে’।
ঝিলমের এহেন মস্করায় বেজায় চটেছে তাঁর ভক্তরা। প্রায় সকলেই খুব করে বকাঝকা করেছেন পছন্দের ইউটিউবারকে। একজন লিখেছেন, ‘হঠাৎ ভয় পেলাম। বুকটা কেঁপে উঠল’। আরেকজন লিখলেন, ‘এগুলো কোরো না ঝিলম। এসব সত্যিই ভালো লাগে না।’ তৃতীয়জন লিখলেন, ‘খুব খারাপ এরকম মজা করা। আশা করি আর করবে না তুমি।’
তবে কেউ কেউ কিন্তু সামিলও হলেন এমন মস্করায়। একজন কমেন্টে লিখলেন, ‘আশা করি বাংলা সিরিয়াল দেখে তোমার মনের শান্তি আসবে। তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব।’ অপরজনের মন্তব্য, ‘আহা রে, বাংলা সিরিয়াল দেখতে গেল মেয়েটা। আমারই চোখে জল আসছে এই খবর শুনে…’
আরও পড়ুন: টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম শাহরুখের! শুনে গদগদ দীপিকা
)