চণ্ডীগড় বিমানবন্দরে এক CISF জওয়ানের হাতে আক্রান্ত কঙ্গনা রানাওয়াত। তাঁকে চড় মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদ্য নির্বাচিত সাংসদ এ দিন চণ্ডীগড় থেকে দিল্লি যাচ্ছিলেন। বিমানবন্দরে CISF-এর এক মহিলা জওয়ান তাঁকে চড় মেরেছেন বলে অভিযোগ। ঠিক কী কারণে এই চড়? ওই জওয়ান নিজেই জানিয়েছেন ভিডিয়োর সামনে এসে। কী ঘটেছিল এখানে?
শোনা গিয়েছে, হিমাচল প্রদেশের মান্ডি থেকে নব নির্বাচিত সাংসদ কঙ্গনা দিল্লি যাওয়ার জন্য বিমান ধরনে চণ্ডীগড় বিমানবন্দরে হাজির হয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে। সেখানে নাকি তিনি CISF-এর এক মহিলা জওয়ানের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এর পরেই শারীরিক ভাবে নিগৃহীত হতে হয় তাঁকে।
(আরও পড়ুন: বিমানবন্দরে হেনস্থা কঙ্গনার! অভিযোগ, CISF-এর জওয়ান চড় মেরেছেন তাঁকে, কোন রাজনীতি রয়েছে বলে শোনা যাচ্ছে)
এর কারণ কী? প্রথমেই কেউ কেউ দাবি করেছিলেন, নিরাপত্তাকর্মীর সঙ্গে ফোন নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন কঙ্গনা। তাঁকে নাকি বার বার বলা হয়েছিল, সিকিওরিটি চেকের সময়ে ফোনটি ট্রের ভিতরে রাখতে। তিনি নাকি রাজি হননি। আর তাতেই রেগে গিয়ে চড় মারেন ওই জওয়ান। যদিও এই কথা পুরোপুরি সত্যি নয় বলেই মনে করছেন অনেকে।
কঙ্গনা দিল্লি পৌঁছে নিজে এক ভিডিয়োবার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, ওই জওয়ান তাঁকে আক্রমণ করেন, কারণ সেই মহিলা নাকি কৃষক আন্দোলনের সমর্থক। যেহেতু কঙ্গনা এক সময়ে এই আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং সমালোচনা করেছিলেন, তাই এই আক্রমণ। এর পরে কঙ্গনা পঞ্জাবে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ বাড়ছে বলে অভিযোগ তোলেন এবং উদ্বেগ প্রকাশ করেন।
(আরও পড়ুন: CISF জওয়ানের চড় কঙ্গনার গালে! কী ঘটেছিল ওখানে? থাপ্পড়ের কারণই বা কী? ভিডিয়োয় জানালেন সাংসদ)
কিন্তু ঘটনাটি সত্যি কী ঘটেছে। খোদ ওই CISF জওয়ান নিজেই ভিডিয়োর সামনে জানিয়েছেন সেই কথা। এই ঘটার পরে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কুলবিন্দর কৌর নামে অভিযুক্ত জওয়ান এক ভিডিয়ো রেকর্ডিংয়ের সামনে এসে বলছেন, কৃষক আন্দোলনের সময়ে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন, সেটি তাঁর মোটেই পছন্দ হয়নি। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘উনি (কঙ্গনা) কি ওখানে বসেছিলেন? উনি মন্তব্য করেছিলেন। আমার মা ওই আন্দোলনে বসেছিল।’
যদিও এই ভিডিয়োয় যে জওয়ানকে দেখা যাচ্ছে, তিনি সত্যি সত্যিই অভিযুক্ত জওয়ান কি না, তিনি আক্রমণ করেছেন কি না— তার নির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। ভিডিয়োর সত্যতাও যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে এই ঘটনায় যে বিমানবন্দরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে, তা পরিষ্কার।