Dilip Kumar on Dev Anand: আজ দেব আনন্দের জন্মশতবার্ষিকী। তাঁকে নিয়ে অতীতে দেব আনন্দকে নিয়ে দিলীপ কুমার কী বলেছিলেন দেখুন।
দেব আনন্দের মানবিক রূপ বারবার ধরা পড়েছিল দিলীপ কুমারের লেখায়
দেব আনন্দ যে কেবল একজন সুদর্শন এবং গুণী অভিনেতা ছিলেন এমনটা একদমই নয়। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। দিলীপ কুমার একবার তাঁর একটি বক্তব্যে বলেছিলেন দেব আনন্দ টেকের পর টেক দিতেন যাতে জুনিয়র আর্টিস্টরা নিজেদের প্রমাণ করতে পারেন। ১৯৫৫ সালে ইনসানিয়াত ছবিতে একত্রে কাজ করেছিলেন দেব আনন্দ এবং দিলীপ কুমার। সেই ছবিতে কাজ করার স্মৃতিও বারবার উঠে এসেছে দিলীপ কুমারের কথায়।
দিলীপ কুমার দেব আনন্দকে নিয়ে কী কী বলেছেন?
এসএস ভাসান পরিচালিত ইনসানিয়াত ছবিতে দেব আনন্দ এবং দিলীপ কুমার একত্রে কাজ করেছিলেন। দিলীপ কুমার তাঁর লেখায় একবার লিখেছিলেন, 'দেব আনন্দ এতটাই ভালো মানুষ ছিলেন যে উনি তাঁর নিজের প্রযোজনার শুটিংয়ের দিন ক্যানসেল করে দিয়েছিলেন আমার সঙ্গে দিন ম্যাচ করানোর জন্য। আমি ব্যক্তিগত ভাবে দেখেছি উনি কীভাবে জুনিয়র আর্টিস্টদের সাহায্য করতেন। একাধিকবার টেক দিতেন যাতে জুনিয়র আর্টিস্টরা নিজেদের সেরাটা দিতে পারে। উনি কখনই কাউকে ইগনোর করতেন না।'
তিনি তাঁর লেখায় আরও বলেন যে তাঁরা এতটাই ভালো বন্ধু ছিলেন যে তাঁরা কখনও একে অন্যের বাড়ির কোনও অনুষ্ঠান মিস করতেন না। পেশার ক্ষেত্রে কখনও তাঁরা একে অন্যকে প্রতিযোগী বলে মনে করেননি।