
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউডের অন্যতম চিরসবুজ অভিনেতা হলেন দেব আনন্দ। তাঁর প্রতিটা ছবি, তার গান অনেক কিছু শিখিয়েছে। তিনি একটা সময় পর্যন্ত বলিউডে রাজ করেছেন যে বলা যায়। তাঁর ১০০ তম জন্মবার্ষিকী আগামী ২৬ সেপ্টেম্বর। তার আগে তার ছবির ১০টা গান দেখুন যেখান থেকে সকলেই কিছু না কিছু শিখেছেন।
দেব আনন্দ তাঁর কেরিয়ারে প্রায় ১১৪টির বেশি ছবিতে কাজ করেছেন। এই ছবিগুলির এমন একাধিক গান আছে যা চিরসবুজ। সময় এগোলেও সেগুলো কখনও পুরনো হয়নি, হবে না।
১. অভি না যাও ছোড়কর কে দিল অভি ভরা নেহি: হম দোনো ছবির এই গানটি তো আজও সমান জনপ্রিয়। কত কভার না হয়েছে গানটির। এই গানটি আমাদের শিখিয়েছে ভালোবাসার মুহূর্ত থেকে পালানো উচিত নয়। একসঙ্গে কাটানো সময়টাকে উপভোগ করা উচিত।
২. আজ ফির জিনে কী তামান্না হ্যায়: গাইড ছবির এই গানটিও তুমুল জনপ্রিয়। গানটিই যেন কোথাও একটা শিখিয়ে যায় প্রতিটা দিন একটা নতুন সুযোগ, নতুন দিন মানেই নতুন করে নিজের ইচ্ছে, আকাঙ্খা পূরণ করার একটা সুযোগ।
৩. তদবির সে বিগড়ি হুই তকদির বানালে: বাজি ছবির এই গানটি শিখিয়েছে আমরাই আমাদের ভাগ্যকে কন্ট্রোল করতে পারি, সেটাকে বদলাতে পারি সচেতনতা অবলম্বন করলে। নিজেদের চেষ্টায় নিজের ভাগ্য বদলানো যায়।
৪. ম্যায় জিন্দেগি কা সাথ নিভাতা চলা গায়া: হম দোনো ছবির এই গানটিও বেশ জনপ্রিয়। এই গানের কথায় কথায় বোঝানো হয়েছে জীবনে ওঠা পড়া আসবেই কিন্তু সেটা ইতিবাচক ভাবেই মোকাবিলা করতে হবে।
৫. দিল কা ভাওয়ার করে পুকার: তেরে ঘরকে সামনে ছবির এই গানটি বারবার বুঝিয়েছে মন যা চায়, যেটা চায় সেটাই করা উচিত। মনের কথা শোনা উচিত।
৬. ইয়ে দিল না হোতা বেচারা: জীবন মানেই রিস্ক। রিস্ক নিলে যেমন ভয় আছে তেমনই মজাও আছে। জীবনের পুরো আনন্দ ভোগ করতে চাইলে রিস্ক নিতেই হবে। এটাই শিখিয়েছে জুয়েল থিফের এই গান।
৭. মানা জনাব নে পুকারা নেহি: ছোটখাটো জিনিসকে ইগনোর করলে জীবনে বড় খুশি ধরা দেয়। পেইং গেস্ট ছবির এই গান যেন এটাই শিখিয়েছে।
৮. কাঞ্চি রে কাঞ্চি: হরে রাম হরে কৃষ্ণ ছবির এই গানটিও শিক্ষণীয়। এটা আমাদের শিখিয়েছে নিজের জীবনের পথ নিজেকেই গড়তে হয়, নিজের পরিচিতি নিজেকেই বানাতে হয়।
৯. ছোড় দো আঁচল, জামানা কেয়া কহেগা: পেইং গেস্ট ছবির এই গানটিও আমাদের একটি গুরুত্বপূর্ন জিনিস শিখিয়েছে। সমাজ তো কত কথাই না বলে, ডাইনে গেলেও বাঁকা চোখে দেখবে, বাঁয়ে গেলেও এক জিনিস করবে। সমাজ সবসময়ই কথা বলবে। তাই সমাজের মতামতের অত গুরুত্ব না দিয়ে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করুন।
১০. অ্যায়সে তো না দেখো: তিন দেবীয়া ছবির এই গান অনুযায়ী প্রতিটা মানুষ আলাদা, তাঁদের ইউনিকনেস তাঁদের পরিচয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports