বাংলা নিউজ > বায়োস্কোপ > Vishal Dadlani: হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি, আচমকা কী হল ইন্ডিয়ান আইডলের বিচারকের?
পরবর্তী খবর
Vishal Dadlani: হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি, আচমকা কী হল ইন্ডিয়ান আইডলের বিচারকের?
1 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2023, 08:34 AM ISTSubhasmita Kanji
Vishal Dadlani: হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি। কিন্তু কী হয়েছে তাঁর? এখনই বা কেমন আছেন? কী জানালেন গায়ক?
হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি
হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি শেয়ার করলেন গায়ক। কিন্তু কী হয়েছে তাঁর? এখনই বা কেমন আছেন? কী জানালেন তিনি?
হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি
সম্প্রতি হাসপতালে ভর্তি হয়েছেন বিশাল দাদলানি। তাঁকে এখন মূলত ইন্ডিয়ান আইডল ১৪ -তে বিচারক হিসেবে দেখা যাচ্ছে শ্রেয়া ঘোষাল এবং কুমার শানুর সঙ্গে। কিন্তু আচমকাই এভাবে হাসপাতাল থেকে ছবি শেয়ার করায় ঘাবড়ে গিয়েছেন অনেকেই। কী হয়েছে তাঁর? এই ছবিটি পোস্ট করে বিশাল লেখেন, 'কী হয়েছে জানতে চাইবেন না। এটা ভুল প্রশ্ন একটা। বরং জিজ্ঞেস করুন অভিজ্ঞতা কেমন? আমি বলব দুর্দান্ত। ডর কে কেয়া জিনা। ভালো ভাবে বাঁচো বন্ধুরা।' একই সঙ্গে তিনি সকলের থেকে ক্ষমাও চান আচমকা এভাবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য।