দীপিকা পাড়ুকোনের ৮ ঘন্টা কাজ করার দাবি নিয়ে অনেক আলোচনা চলছে। অনেক তারকা এই বিষয়ে তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন এবং বেশিরভাগ মানুষ দীপিকার দাবিকেই সমর্থন করেছেন। এখন দীপিকার সহ-অভিনেতা বিক্রান্ত ম্যাসি এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দীপিকাকেই সমর্থন করেছেন এবং বলেছেন যে, ভবিষ্যতে তিনিও এই ধরনের কিছু করতে পারেন।
আরও পড়ুন: উল্টোরথের দিন বনির গলায় মালা পড়ালেন কৌশানি! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল
আরও পড়ুন: জন্মদিনের আগে ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট করলেন রণবীর, মুছলেন ডিপিও! ব্যাপার কী?
বিক্রান্তও ৮ ঘন্টা কাজ করতে চান
ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, 'আমিও শীঘ্রই এটা করব। হয়তো আগামী বছরগুলিতে করব। আমি বলতে চাই যে, আমরা সহযোগিতা করতে পারি, কিন্তু আমি মাত্র ৮ ঘন্টা কাজ করব। কিন্তু একই সঙ্গে এটা একটা পছন্দও হতে পারে কারণ যদি আমার প্রযোজক কোনও কারণে এটা করতে না পারেন, তাহলে আমি বুঝব ছবিটা তৈরি করার সময় অনেক কিছুর যত্ন নিতে হয়।'
আরও পড়ুন: ইশা, দিব্যজ্যোতিদের নিয়ে ইসকনের রথযাত্রায় সৃজিত! সোনার ঝাঁটা দিয়ে করলেন পথ পরিষ্কার
আরও পড়ুন: 'কাঁটা লাগা' নিয়ে শেফালি প্রসঙ্গে সোনার বিতর্কিত মন্তব্য! ‘অসংবেদনশীল…’, কটাক্ষ নেটিজেনদের
বিক্রান্ত আরও বলেন, 'টাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যদি ১২ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা কাজ করি তাহলে আমার পারিশ্রমিক কমিয়ে দেব। যদি আমি আমার প্রযোজককে ১২ ঘন্টা সময় দিতে না পারি, তাহলে আমি আমার পারিশ্রমিকও কমিয়ে দেব। এভাবেই সবকিছু করা হয় এবং দীপিকার কথা বলতে গেলে, আমি মনে করি একজন মা হিসেবে এটা তাঁর প্রাপ্য।'
আরও পড়ুন: হট পোশাকে মিরর সেলফি আয়েন্দ্রীর! ‘আমি নাকি নেশায় আসক্ত…’, বডি সেমিংয়ের জবাব দিলেন নায়িকা
প্রসঙ্গত, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’-এ প্রভাসের সঙ্গে দীপিকাকে মুখ্য ভূমিকায় নিয়েছিলেন। তবে, পরে শোনা যায় যে, দীপিকা সন্দীপকে দিনে ৮ ঘন্টা কাজ করার এবং লাভ ভাগ করে নেওয়ার দাবি তুলেছিলেন, এতে সন্দীপ রাজি হননি। তারপর সন্দীপের এই ছবি থেকে দীপিকা বাদ যান। এখন সন্দীপ দীপিকাকে ছবিটি থেকে সরিয়ে তৃপ্তি দিমরিকে নিয়েছেন।