বচ্চন পরিবারের ভাঙনের খবরে মুখর সোশ্যাল মিডিয়া। শোনা যাচ্ছে, বহু বছর ধরে নাকি কথা বন্ধ রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন আর জয়া বচ্চনরে। আর এসবের বেশিরভাগটাই নাকি শুরু হয়েছে বচ্চন পরিবারের মেয়ে শ্বেতা শ্বশুরবাড়ি ছেড়ে পাকাপাকিভাবে বাপের বাড়ি চলে আসার পর থেকে। বর্তমানে ঐশ্বর্য জলসা ছেড়ে মা বৃন্দা রাই-এর কাছে এসে থাকছেন বলেও দাবি করছেন অনেকে।
শোনা যাচ্ছে, সম্পত্তির ভাগ বাটোয়ারাও নাকি শুরু করে দিয়েছেন অমিতাভ। বিশেষ করে একটি ফোটো ভাইরাল অনলাইনে। যা একটি গিফট ডিড। যেখানে দেখা যাচ্ছে প্রতীক্ষা বাংলোটি, যেখানে মা-বাবার সঙ্গে থাকতেন অমিতাভ, তা তিনি লিখে দিয়েছেন মেয়ে শ্বেতার নামে।
এসবের মাঝেই ‘কফি উইথ করণ’-এর একটি এপিসোডের কিছু ক্লিপিংস ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে অতিথি তালিকায় বসে আছেন অভিষেক আর দিদি শ্বেতা। আর করণ প্রশ্ন করছেন, কে ভালো অভিনেতা অভিষেক না ঐশ্বর্য। যাতে ভাবার জন্য এক ফোঁটা সময়ও ব্যয় করতে দেখা গেল না শ্বেতাকে। নিলেন নিজের ভাইয়ের নাম।
এরপর করণ যখন প্রশ্ন করেন, ঐশ্বর্যর কোন স্বভাব একেবারেই পছব্দ করেন না তিনি, তাতে শ্বেতার জবাব ছিল, ‘পালটা ফোন করতে অনেক বেশি সময় নেয়’। আর কোন স্বভাব পছন্দ প্রশ্ন এলে ভাইয়ের বউয়ের প্রশংসা করে বলেন, ‘নিজেকে নিজে তৈরি করেছে। খুব ভালো মা, আত্মবিশ্বাসী নারী।’
২০০৭ সালে বিয়ে করেন অভিষেক আর ঐশ্বর্য। তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা কথা ছাড়ালেও, প্রকাশ্যে মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউই। সম্প্রতি অভিষেক আর ঐশ্বর্যকে একসঙ্গে দেখা গিয়েছে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। যেখানে পড়াশোনা করছে তাঁদের মেয়ে আরাধ্যা।
সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চনও। ঠিক তার আগেই খবর ছড়িয়েছিল, অমিতাভ নাকি সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছেন বহুরানি ঐশ্বর্যকে। গোটা পরিবারকে যথেষ্ট ভালো মেজাজেই পাওয়া যায় এদিন। আরাধ্যার স্কুলে গিয়েছিলেন শ্বেতার ছেলে অগস্ত্যও, যিনি সদ্য ‘দ্য আর্চিস’ দিয়ে পা রেখেছেন টলিউডে।
কাজের সূত্রে, ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে ঐতিহাসিক অ্যাকশন ড্রামা পন্নিয়িন সেলভান ২-তে। মণি রত্নম পরিচালিত ছবিটি এই বছরের এপ্রিলে মুক্তি পেয়েছিল এবং দর্শকদের দ্বারা ব্যাপকভাবে সমাদৃত হয়। অন্য দিকে, অভিষেক বচ্চনের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ঘুমর।