ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশর ১০৯ তম জন্মবার্ষিকী ছিল ৩ এপ্রিল। আর কদিন পরই তাঁর জীবনের নানা অজানা গল্প পর্দায় ফুটে উঠতে চলেছে। তার আগেই এদিন তাঁর জন্মদিনে পর্দার স্যাম বাহাদুর তাঁকে শ্রদ্ধা জানালেন। সোমবার, ৩ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় ভিকি কৌশল স্যাম মানেকশকে নিয়ে নিয়ে বিশেষ পোস্ট করেন। সেখানেই তিনি শ্রদ্ধা জানান এই প্রয়াত বীর জওয়ানকে।
ভিকি কৌশল এদিন তাঁর ইনস্টাগ্রামে একটি মোশন ভিডিয়ো পোস্ট করেন স্যাম বাহাদুরের। সেই পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, '১০৯তম জন্মবার্ষিকীতে স্মরণে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। জন্মানোর জন্য ধন্যবাদ।' বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এদিন তিনি জানান কবে বড়পর্দায় মুক্তি পাচ্ছে স্যাম বাহাদুর। অভিনেতার পোস্ট অনুযায়ী চলতি বছরের ১ ডিসেম্বর এই ছবি মুক্তি পেতে চলেছে।
এবার প্রশ্ন হল কে ছিলেন স্যাম বাহাদুর?
ভারতের প্রথম যুদ্ধের নায়ক ছিলেন তিনি। একই সঙ্গে প্রথম ফিল্ড মার্শালও বটে। তিনি আমাদের দেশের প্রথম আর্মি অফিসার ছিলেন যাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছিল। ১৯৭১ সালের যুদ্ধে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তিনি এই যুদ্ধে ভারতীয় সেনার প্রতিনিধিত্ব করেন। তাঁর নেতৃত্বেই পাকিস্তানি সৈন্যকে মাত্র ১৩ দিনে দমানো গিয়েছিল। আত্ম সমর্পন করেছিল ৯৩ হাজার সেনা। তাঁর জীবনের নানা গল্পই স্যাম বাহাদুর ছবিতে উঠে আসবে। এই ছবিটির প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা। পরিচালনায় আছেন মেঘনা গুলজার। এখানে মুখ্য ভূমিকায় থাকবেন ভিকি কৌশল। তাঁর সঙ্গে এখানে জরুরি চরিত্রে দেখা যাবে সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখকে। স্যাম বাহাদুরের স্ত্রী সিল্লু মানেকশর চরিত্রে থাকবেন সানিয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে ফাতিমা সানা শেখকে।
এর আগে ভিকি মেঘনার জুটি দেখা গিয়েছিল রাজি ছবিতে। এটার পর আবার স্যাম বাহাদুর ছবির জন্য তাঁরা জোট বাঁধেন। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন আলিয়া ভাট। কিছুদিন আগেই স্যাম বাহাদুর ছবির শ্যুটিং শেষ হয়েছে। অভিনেতা নিজেই সেই কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন।