Ishita Dutta-Vatsal Sheth: গত ১৯ জুলাই পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ঈশিতা দত্ত। বাবা হয়েছেন বৎসল শেঠ। একরত্তি ছেলেকে কোলে আগলে হাসপাতাল থেকে প্রথম ছবি শেয়ার করেছেন তাঁরা। সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ঈশিতা-বৎসল-
সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ঈশিতা-বৎসল
সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী ঈশিতা দত্ত। গত ১৯ জুলাই পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। শুধু বড় পর্দাতেই নয়, টেলিভিশনের ধারাবাহিকেও কাজ করেছেন। ২০১৭ সালে অভিনেতা বৎসল শেঠের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঈশিতা। সন্তান জন্মের একদিনের মাথায় ইনস্টাগ্রামে একরত্তির প্রথম ঝলক শেয়ার করেছেন দম্পতি।
জামশেদপুরের এক বাঙালি পরিবারে জন্ম ঈশিতার। আরেক পরিচয় বলিউডের একসময়ের সাড়া ফেলা হট নায়িকা তনুশ্রী দত্তের বোন তিনি। ‘দৃশ্যম’ ছবিতে অজয় দেবগন, টাবুর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। ‘দৃশ্যম’ ছবির দুটো পার্টেই দেখা গিয়েছে ঈশিতাকে। তিনি অজয় দেবগনের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।
ঈশিতা ও বৎসলের একরত্তির প্রথম ছবি
একরত্তি ছেলেকে কোলে আগলে হাসপাতাল থেকে প্রথম ছবি শেয়ার করেছেন ঈশিতা। হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী। সদ্যোজাতকে কোলে আগলে তিনি, আর স্ত্রী এবং ছেলের সঙ্গে ছবি জন্য পোজ দিয়েছেন বৎসল। ছবিতে একরত্তি মুখ ইমোজি দিয়ে ঢাকা। আরও পড়ুন: ‘লেট ইট বি...’, জিতুর সঙ্গে বিচ্ছেদের মাঝেই কেন একথা বললেন নবনীতা