আসন্ন সিনেমা ‘ভেড়িয়া’র প্রচারে ব্যস্ত অভিনেতা বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন। সম্প্রতি জয়পুরের একটি কলেজে ছবির প্রচারে গিয়েছিলেন বলিউডের এই নতুন জুটি। অনুষ্ঠান চলাকালীন দর্শকস্থান থেকে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরই মেয়েটিকে সুস্থ করে তুলতে মঞ্চ থেকে নেমে আসেন বরুণ। তাঁকে জল খাওয়ান। এমনকি সেখানেই অনুষ্ঠান বন্ধ করে দেন বরুণ।
নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে বরুণের পরনে রঙিন জ্যাকেট এবং টি-শার্ট, স্ট্র্যাপলেস সবুজ রঙের গাউন পরে কৃতি। ভিডিয়োতে মেয়েটিকে মঞ্চের দিকে মুখ করে বসে থাকতে দেখা গিয়েছে। বরুণের হাতে করে জল খাওয়াচ্ছেন তাঁকে। বরুণের এই অমায়িক আচরণ দেখে মুগ্ধ নেটপাড়া। অনেকেই অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
আগামীতে বরুণকে দেখা যাবে ‘ভেড়িয়া’ ছবিতে। এই হরর কমেডি পরিচালনার দায়িত্বে রয়েছেন অমর কৌশিক। বরুণ ছাড়াও এই ছবিতে থাকছেন কৃতি স্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আগামী ২৫শে নভেম্বর মুক্তি পাবে ‘ভেড়িয়া’।
আরও পড়ুন: পরনে ঝলমলে লেহেঙ্গা, মণীশের হাতে হাত রেখে মোনাকোয় এক অনুষ্ঠানে নাচলেন গৌরী