বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের লাল গালিচায় যাওয়ার জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের নামিদামি তারকারা। ৭৭তম আসরে বোল্ড রূপে লালগালিচায় দেখা দিলেন বলিউডের ডল উর্বশী রাউতেলা। রেড কার্পেটের এই উৎসবে তোলা বেশ কিছু ছবি উর্বশী তার ইনস্টাগ্রামে পোস্ট করেন, যা ভাইরাল হয় নিমেষে।
আরও পড়ুন: (মায়ের হাতে গুরুতর চোট, ছায়াসঙ্গী হয়ে রইলেন কন্যা আরাধ্যা)
সেখানে দেখা গেছে, গোলাপি রঙের গাউনে সেজেছেন উর্বশী। ক্যাপশনে লেখেন, ‘কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে, আমার প্রিয় #মেরিলস্ট্রিপ।’ প্রিয় অভিনেত্রীকে নতুন এই লুকে দেখে প্রশংসায় পঞ্চমুখ উর্বশীর ভক্ত-অনুরাগীরা। ডিপ অফশৌল্ডার গাউনের সঙ্গে ছিল মানানসই মেকআপ, মাথায় ভারী গোলাপী পাথরের কাজ করা হেডব্যাণ্ড ও ম্যাচিঙ্ জুতো।
-‘দারুণ প্রিয়।’
-‘তোমার সৌন্দর্যের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এমনকি কাইলি জেনারও নয়।’
- ‘গোলাপি রানি’
এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে দেখা গেছে।
জানা গেছে, উর্বশী রাউতেলার পোশাকটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান। এটি তৈরি করেছে লেবাননের বৈরুতে অবস্থিত আউত কুচার নামে একটি ফ্যাশন হাউস। গত বছর এই উৎসবে ইন্ডিয়ানা জোনস ও দ্য ডায়াল অব ডেসটিনি সিনেমার প্রিমিয়ারে লাল গালিচায় হেঁটেছিলেন এই সুন্দরী।
আরও পড়ুন: (‘আমি গর্ভবতী নই’! নায়িকার ফোলা পেটের ছবি ভাইরাল; কোন কঠিন রোগের শিকার কৃতিকা?)
অপরদিকে তার দ্বিতীয় দিনের উপস্থিতিও ছিল সমানভাবে আকর্ষণীয়। গ্ল্যামারাস উর্বশী সেদিন ধরা দেন লাল রঙের অফশোল্ডার গাউনে।লাল স্মোকি আই, লাল পাথরের ক্লাচ ও ন্যুড স্টিলেটো তে তিনি হয়ে উঠেছিলেন ডিভা। ন্যুড বেসের উপর লাল সিকুইন দিয়ে সজ্জিত ছিল গোটা পোশাকটি। হয়। গাউনটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য ছিল বিলাসবহুল সাটিন ভলিউমিনাস হাতা।
২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছরই মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। এছাড়াও বিভিন্ন মিউজিক অ্যালবামে দেখা যায় তাঁকে।