মুম্বইয়ে গুরুতর দুর্ঘটনার কবলে ঊর্মিলা কানেতকর। গাড়ি চালাচ্ছিলেন তাঁর চালক, গাড়িতে ঘুমাচ্ছিলেন অভিনেত্রী। তখনই দুজনের গায়ের উপর গাড়ি তুলে দেন চালক। মৃত ১, আরেকজনের অবস্থাও গুরুতর। এমনকি আহত খোদ অভিনেত্রীও। শনিবার, ২৮ ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন : 'আমার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করব না', ফের চাঁচাছোলা দেব! নাম না করে কী বললেন রাজকে নিয়ে?
জানা গিয়েছে এই ঘটনার পর গ্রেফতার করা হয়েছে ঊর্মিলা কানেতকরের গাড়ির চালককে। শনিবার মধ্যরাতে প্রায় পৌনে একটা নাগাদ মুম্বইয়ের কান্দিভালি পূর্বে ঘটনাটি ঘটেছে। ঊর্মিলা কানেতকরের স্বামী আদিনাথ কোঠারি এই ঘটনার পর মুখ খুলেছেন।
কী জানিয়েছেন ঊর্মিলা কানেতকরের স্বামী?
এদিন টাইমস অব ইন্ডিয়াকে এই বিষয়ে আদিনাথ কোঠারি জানিয়েছেন যে বর্তমানে হাসপাতালে আছেন অভিনেত্রী। সেখানেই তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? এই বিষয়ে ঊর্মিলা কানেতকরের স্বামী জানিয়েছেন, 'কেউ জানে না ঘটনাটি আসলে ঠিক কীভাবে ঘটেছে। ঊর্মিলা গাড়িতে ঘুমাচ্ছিল। ভাগ্যিস দুর্ঘটনাটি যখন ঘটে তখন এয়ার ব্যাগস খুলে যায়, আর ওঁকে বাঁচিয়ে দেয়।'
কে এই ঊর্মিলা কানেতকর?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ঊর্মিলা কানেতকর একজন মারাঠি অভিনেত্রী। তিনি দুনিয়াদারি, শুভমঙ্গল সাবধান, ইত্যাদির মতো ছবিতে কাজ করেছেন। মহেশ কোঠারির ছেলে তথা অভিনেতা আদিনাথ কোঠারিকে বিয়ে করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন : রণবীর - দীপিকা থেকে বিরাট - অনুষ্কা, কোয়েল - রানে: ২০২৪ -এ বাবা - মা হলেন কোন কোন বলি-টলি তারকারা?