Dev Anand Unknown Facts: দেব আনন্দ একটা সময় ক্লার্ক হিসেবে কাজ করেছেন। তাঁর জন্ম শতবার্ষিকীতে বলিউডের এই সুপার স্টারের বিষয়ে কিছু অজানা তথ্য জেনে নিন।
জন্মশতবার্ষিকীতে দেব আনন্দের কিছু অজানা তথ্য
দেব আনন্দ যে কেবলই একজন বলিউডের সুপারস্টার ছিলেন তেমনটা কিন্তু একদমই নয়। তিনি পরিচালক ছিলেন, গল্প লিখতেন, প্রযোজনা করেছেন, এমনকি রাজনীতিতেও নিজের ছাপ রেখেছেন। দেব আনন্দের জন্ম শতবার্ষিকীতে তাঁর বিষয়ে কিছু অজানা বা কম জানা তথ্য জেনে নেওয়া যাক চলুন।
দেব আনন্দের আসল নাম কিন্তু ধরমদেব পিশরীমাল আনন্দ। তিনি ১৯২৩ সালে ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১১৪ টির বেশি ছবিতে কাজ করেছেন তিনি। একাধিক রোম্যান্টিক এবং সুপারহিট গান উপহার দিয়েছেন এই অভিনেতা। তাঁর বিষয়ে অনেক কথাই জানা গেলেও এখনও কিছু বিষয়ে মানুষ, তাঁর ভক্তরা সেই অর্থে জানেন না।
চার্লি চ্যাপলিনের ভক্ত
দেব আনন্দ চার্লি চ্যাপলিনের বিশাল বড় ভক্ত ছিলেন। একবার তিনি এই কালজয়ী কমেডিয়ানের মুখোমুখি হয়েছিলেন, সেখানে গিয়ে তিনি এমন কিছু করেন যা চার্লি চ্যাপলিনকেও হতবাক করে দেয়। ১৯৫৪ সালে সুইজারল্যান্ডের মন্ট্রিক্সে তাঁদের দেখা হয়।
সুরাইয়ার সঙ্গে প্রেম
সহকর্মী তথা অভিনেত্রী সুরাইয়ার প্রেমে পড়েন দেব আনন্দ। জিৎ ছবির সেটে তাঁকে তখনকার দিবে ৩০০০ টাকার একটি হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন করেন। কিন্তু পরে তাঁদের সেই সম্পর্ক এগোয়নি।
অমিতাভের সঙ্গে কাজ করেননি
দেব আনন্দ বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। দিলীপ কুমার, অশোক কুমার, সহ একাধিক অভিনেতার সঙ্গে স্ক্রিন ভাগ করেছেন। কিন্তু কখনই অমিতাভের সঙ্গে কাজ করেননি
বলিউডে দাপিয়ে কাজ তো করেইছেন দেব আনন্দ। কিন্তু জানেন কি তিনি একটি ইন্দো ফিলিপিনো ছবির অংশ ছিলেন। হ্যাঁ সেই ছবিতে অভিনয় করেন তিনি। সেখানে তাঁর সঙ্গে জিনাত আমান, রড পেরি, প্রেম নাথ প্রমুখ ছিলেন।
প্রাক্তন জীবন
অভিনয় জগতে আসার আগে দেব আনন্দ একটি অ্যাকাউন্টেন্সি ফার্মে ক্লার্ক হিসেবে কাজ করতেন। সেখানে তিনি মাত্র ৮৬ টাকা বেতন পেতেন। এরপর তিনি মিলিটারি সেন্সর অফিসার হিসেবেও কাজ করেন অভিনেতা। সেখানে তাঁর মাইনে ছিল ১৬০ টাকা। এরপর ১৯৪৬ সালে তাঁকে প্রথমবার সিনেমায় দেখা যায়।
দেব আনন্দ কালো পোশাক পরতেন না
দেব আনন্দকে একটা ঘটনার পর থেকে কালো পোশাক পরতে মানা করে দেওয়া হয়। কারণ? এক মহিলা তাঁকে কালো পোশাকে দেখে নিজের প্রাণ দিয়ে দেন। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মহিলারা নাকি তাঁকে কালো পোশাকে দেখলে বহুতল থেকে ঝাঁপ দিতেন।