বাংলা নিউজ > বায়োস্কোপ > Twinkle Khanna: সিনেমা করতে গেলে অভুক্ত থাকেন অভিনেত্রীরা! শাহরুখের সঙ্গে শুটিংয়ের স্মৃতি হাতড়ে বললেন টুইঙ্কল
পরবর্তী খবর
Twinkle Khanna: সিনেমা করতে গেলে অভুক্ত থাকেন অভিনেত্রীরা! শাহরুখের সঙ্গে শুটিংয়ের স্মৃতি হাতড়ে বললেন টুইঙ্কল
1 মিনিটে পড়ুন Updated: 26 Dec 2023, 12:50 PM ISTSubhasmita Kanji
Twinkle Khanna: শাহরুখের সঙ্গে একটি ছবির গানের শুটিং করার সময় রীতিমত উপোস করে থেকেছেন টুইঙ্কল খান্না! কিন্তু কেন? এতদিন পর অবশেষে সেই কারণ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
একটি ছবির গানের শুটিং করার সময় রীতিমত উপোস করে থেকেছেন টুইঙ্কল খান্না!
বাদশা ছবিটি আজও শাহরুখ ভক্ত তো বটেই, সাধারণ মানুষের কাছেও বিশেষ হয়ে আছে। কিন্তু জানেন কি এই ছবির শুটিং করার সময় কী কী হয়েছিল? অবশেষে ছবিটি মুক্তির এত বছর পর সেই সমস্ত অজানা গল্প প্রকাশ্যে আনলেন অভিনেত্রী টুইঙ্কল খান্না। বললেন এই ছবির একটি গানের শুটিং করার সময় তাঁর নিজেকে গ্যাসের বেলুন বলে মনে হচ্ছিল, কারণটাও প্রকাশ্যে আনলেন।
বাদশা ছবির মহব্বত হো গয়ে গানটিতে টুইঙ্কল একটি বডিহাগিং পোশাক পরেছিলেন। আর সেই পোশাক পড়ার জন্য তিনি রীতিমত উপোস করে থাকতেন সেই সময়। খেতে হলে খালি চানা খেতেন। সেই করতে গিয়েই গ্যাস হয়ে যেত তাঁর।
একটি সাক্ষাৎকারে সম্প্রতি টুইঙ্কল এই বিষয়ে খোলসা করে জানান, 'আমি জানি আপনারা সমস্ত অভিনেত্রীদের বলতে শুনবেন যে তাঁরা ডায়েট করেন না, সব কিছু খান। কিন্তু এটা ঠিক নয়। ওদের অধিকাংশই অভুক্ত, উপোস করে আছে। আমিও অভুক্ত থাকতাম। ওইসব ক্যাটস্যুট পরতে গেলে পেট একেবারে ফ্ল্যাট থাকতে হতো। কিন্তু ওসব কেন পরতাম জানি না, তবে পরার জন্য খালি চানা খেতে হতো।'