তুনিশা শর্মার মৃত্যুর ঘটনা ক্রমশই ঘোরালো। প্রাক্তন প্রেমিকা শিজানের দিকে জমছে সন্দেহের কালো মেঘ। বারবার অভিনেত্রীর পরিবারের তরফে দাবি করা হচ্ছে, তাঁদের মেয়েকে ব্যবহার করেছে শিজান। পুলিশের হাতেও এসেছে শিজানের ‘গোপন প্রেমিকা’র খোঁজ। আদালতের তরফে এই অভিনেতার পুলিশ কাস্টেডির মেয়াদ দু দিন বাড়ানো হয়েছে।
আরও দু দিনের পুলিশি কাস্টেডিতে শিজান।
হিন্দি টিভি অভিনেত্রী তুনিশা শর্মার কেসে নতুন আপডেট। শনিবার আলিবাবা-দাস্তান-এ-কাবুল ধারাবাহিকের সেটে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার সম্পন্ন হয়েছে শেষকৃত্য। বুধবার আদালতের পক্ষ থেকে শিজানকে আরও দুদিনের পুলিশ কাস্টেডির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার অবধি পুলিশের জেরার মুখে পড়তে হবে তাঁকে। রবিবারই ভাসি, মহারাষ্ট্র কোর্টের তরফ থেকে চার দিনের কাস্টেডির ঘোষণা করা হয়েছিল। এবার তা আরও দু দিন বাড়িয়ে দেওয়া হল।
রিপোর্ট অনুসারে তুনিশার মারা যাওয়ার ১৫ দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়। বুধবার ওয়ালিব পুলিশের তরফে শিজানের চ্যাট ও রেকর্ডিংস তুলে ধরা হয় আদালতে। পুলিশের দাবি চ্যাট থেকে এমন কিছু তাঁরা পাননি যা আপত্তিকর। খাবার, কে কেমন আছে এই নিয়েই কথা হত তাঁদের।
পুলিশের তরফে জানানো হয়েছে তুনিশার অ্যাংজাইটির সমস্যা নিয়ে তাঁরা প্রয়াত অভিনেত্রীর মায়ের সঙ্গে কথা বলবেন ও আরও একবার তাঁর বয়ান রেকর্ড করা হবে। সঙ্গে পুলিশ জানিয়েছে তুনিশার মোবাইল তাঁরা এখনও দেখে উঠতে পারেননি কারণ সেটা এখনও আনলক করা সম্ভব হয়নি।