১২ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাচ্ছে টাইগার-থ্রি। আর তার ঠিক আগে ৫ নভেম্বর থেকেই Tiger-3 দেখার জন্য টিকিট বুক করতে পারবেন সিনেমাপ্রেমীরা। আশা করা হচ্ছে দীপাবলিতে মুক্তি পেতে চলা সলমনের এই ছবি দারুণ ব্যবসা করবে। এদিকে আবার শাহরুখের 'ডাঙ্কি'র টিজারটি সলমনের ছবির সঙ্গে যুক্ত করতে চলেছে প্রযোজনা সংস্থা।
টাইগার থ্রি
'এক থা টাইগার', ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের বড় পর্দায় ফিরছেন 'টাইগার' সলমন। YRF-এর 'টাইগার' ফ্রাঞ্চাইজির ছবি নিয়ে বরারই সিনেমাপ্রেমীদের মধ্যে আলাদা আগ্রহ থাকে। আর এবার আসছে Tiger-3। সলমন খানের এই ছবি নিয়ে উৎসাহ, উদ্দীপনা ছিল বহু আগে থেকেই। আর এবার 'টাইগার' প্রেমীদের সুখবর শুনিয়ে ছবির প্রযোজনা সংস্থা জানাচ্ছে আগামী ৫ নভেম্বর থেকে Tiger-৩র অ্যাডভান্স বুকিং শুরু হতে চলেছে।
১২ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাচ্ছে টাইগার-থ্রি। আর তার ঠিক আগে ৫ নভেম্বর থেকেই Tiger-3 দেখার জন্য টিকিট বুক করতে পারবেন সিনেমাপ্রেমীরা। আশা করা হচ্ছে দীপাবলিতে মুক্তি পেতে চলা সলমনের এই ছবি দারুণ ব্যবসা করবে। এদিকে আবার বিশেষ চমক হিসাবে শাহরুখের 'ডাঙ্কি'র টিজারটি সলমনের এই ছবির সঙ্গে যুক্ত করতে চলেছে প্রযোজনা সংস্থা।