Aishwarya Rai: ‘মুমতাজ’ হওয়ার কথা ছিল ঐশ্বর্যর, ভাইরাল তাজ-কাহিনির স্ক্রিনটেস্টের পুরনো ছবি Updated: 11 Jun 2024, 03:06 PM IST Simli Lahiri Dasgupta Aishwarya Rai: মুঘল সম্রাট শাহজাহানকে নিয়ে বেন কিংসলের সিনেমায় মুমতাজ মহলের চরিত্রে অভিনয় করার কথা ছিল ঐশ্বর্যর। পুরোনো সেই ছবি উঠে এলো সোশ্যাল মিডিয়ায়।