গত বছর নভেম্বরে 'মিত্তির বাড়ি'র ভিত্তি স্থাপন হয়েছিল। 'জোনাকি-ধ্রুব'রা পাশাপাশি হাত ধরাধরি করে হাঁটা শুরু করেছিল। অগস্টে শেষ হল 'মিত্তির বাড়ি'র সদ্যদের সেই পথ চলা। হয়ে গেল জি বাংলার জনপ্রিয় এই মেগার শেষ দিনের শ্যুটিং। মনখারাপ কলাকুশলীদের। শ্যুটিংয়ের শেষ দিনে অনুরাগীরা ভরে দিলেন ভালোবাসায়। শেষ দিনের নানা মুহূর্তের ছবি এল প্রকাশ্যে।
মঙ্গলবার দ্য সেরোটোনিন বুস্টার নামে পর্দার 'ধ্রুব' আদৃত রায়ের একটি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে আনা হয়। সেখানে ‘ধ্রুনাকি’ জুটির দেখা মেলে। তাঁদের এই ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে লেখা হয়, 'My dear ধ্রুনাকি... Tumhare the...tumhare hai... Tumhare hi rahenge hum! ফিরে এসো আবার... একসঙ্গে... নতুন কোনও রূপে... নতুন কোনও নামে... প্রথম থেকে আজ পর্যন্ত... 'এই জুটি চলবে না' থেকে 'ধ্রুনাকি কে চাই' shows the love for our favourite juti! স্ক্রিন ম্যাজিক যে সৃষ্টি হয়েছে তা নিয়ে সন্দেহ নেই! কম দেখলাম... কিন্তু যেটুকু দেখলাম সেটা আবার আরও বেশি দেখার ইচ্ছেটা প্রবল করে তুললো! অপেক্ষায় রইলাম! ততদিন ধ্রুনাকি বেঁচে থাকুক এক টুকরো ভালো লাগা হয়ে।'
এছাড়াও মেগার নায়িকা 'জোনাকি' অর্থাৎ পারিজাত চৌধুরীর ইনস্টাগ্রাম স্টোরি জুড়েও ফ্যানেদের একগুচ্ছ মন খারাপ করা পোস্ট জানান দেয় আর কিছু দিন পর থেকে ‘ধ্রুনাকি’ জুটির দেখা মিলবে না। তার মধ্যে একটি পোস্টে মেগার সব কলাকুশলীদের এক ফ্রেমে দেখা গিয়েছে। একটি ছোট্ট ভিডিয়োতে তাঁদের সকলকে একসঙ্গে মেগার টাইটেল ট্র্যাকটি গাইতেও শোনা গিয়েছে। শেষ দিনে সকলের মুখে হাসি লেগে থাকলেও মনে কোণায় জমেছিল মন খারাপের মেঘ।
আরও পড়ুন: বিয়ের পর প্রথম পুজোয় কী কী বিশেষ প্ল্যান রয়েছে শ্বেতা-রুবেলের? ‘মহালয়ার দিন…’ যা বললেন তারকা দম্পতি
মেগা শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ‘মিত্তির বাড়ি’ তথা ‘ধ্রুনাকি’ জুটির ফ্যানেদের ভারী মনখারাপ। অনেকেই নানা মন্তব্যে স্যোশাল মিডিয়া ভরে দিয়েছেন। একজন লেখেন, পেয়ারিংটা বড্ড ইক্যুয়ালি ব্যালন্স ছিল। বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আবার ফিরে আসুক এই জুটি।' আর একজন লেখেন, ‘সেরার সেরা আমাদের ধ্রুনাকি।’
গত বছর ২৫ নভেম্বর থেকে এই মেগা চালু হয়েছিল জি বাংলার পর্দায়। এই ধারাবাহিকের নায়ক আদৃত রায়কে পারিজাতের সঙ্গে ভালো লাগছে না এই নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। এমন কী এই মেগাকে অনেকেই 'মিঠাই'-এর কপি বলেও কটাক্ষ করেছিল। তবে এই সব আলোচনা ফেলে কাহিনীর জোড়ে এই মেগা ও ‘ধ্রুনাকি’ জুটি জায়গা করে নেয় দর্শকদের মনে। তবে মেগার এক বছর হওয়ার আগেই থেমে গেল ‘ধ্রুনাকি’ জুটির পথ চলা।