চলতি বছরেই নতুন সংসার বেঁধেছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। টেলিপাড়ার জনপ্রিয় মুখ দু'জনে। জানুয়ারিতে সেরেছেন বিয়ে। তার আগে অবশ্য তাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শ্বেতা-রুবেলের মিষ্টি সম্পর্ক নিয়ে নানা চর্চাও হত, কিন্তু তা পুরোপুরি ছিল পজেটিভ। তবে বিয়ের পর এটাই তাঁদের প্রথম দুর্গাপুজো। বিয়ের পর প্রথম পুজো কীভাবে কাটাবেন বলে ভেবেছেন তারকা দম্পতি? ভাগ করে নিলেন সেই প্ল্যান।
আরও পড়ুন: সকাল সকাল দুঃসংবাদ! প্রয়াত আমির খানের 'থ্রি-ইডিয়ট'-খ্যাত অভিনেতা অচ্যুত পোতদার
টলিউড অনলাইন নামে একটি পাপারাৎজি ভিডিয়ো সংবাদ মাধ্যমকে শ্বেতা-রুবেল তাঁদের এই বছরের পুজো প্ল্যান ভাগ করে নিয়েছেন। ভিডিয়োয় মেগার আউট ফিটে দেখা গিয়েছে নব দম্পতিকে। পুজো মানেই যেমন ঠাকুর দেখা, ভোগ খাওয়া, তেমনই পুজো মানেই শপিং। আর পুজোর বহু আগে থেকেই সকলে কেনাকাটা করতে শুরু করে দেন। কিন্তু শ্বেতা-রুবেল কি পুজোর শপিং শুরু করেছেন? কী কী কেনাকাটা করেছেন তাঁরা?
এই প্রশ্নে শ্বেতা বেশ নিরাশ হয়ে জানান যে তাঁরা এখনও পর্যন্ত কোনও কেনাকাটা শুরু করতে পারেননি। নায়িকার কথায়, ‘না এখনও কিছু কেনাকাটা হয়নি।’ তবে একথা বলার পরই অভিনেত্রীর মুখে একরাশ হাসি খেলে যায়। তিনি বলেন, ‘পুজোর আগে রুবেলের জন্মদিন।’ তারপর শ্বেতার কথার রেশ ধরে রুবেল বলেন, 'তার আগে ওঁর জন্মদিন।' এই কথা শুনে নায়িকা খানিক আপত্তি জানিয়ে বলেন, 'তার পরে।' তখন রুবেল বলেন, ‘হ্যাঁ, কিন্তু পুজোর আগে তো তোমার জন্মদিন।’ এরপর শ্বেতা জানান, মহালয়ার দিন এবছর তাঁর জন্মদিন পড়েছে। এরপর রুবেল বলেন, ‘হ্যাঁ, মহালয়ার দিন ওঁর জন্মদিন। আপনারা উইশ করে দেবেন। প্রতিবছর তাই হয়। পুজোর আগে, পরে বলব না। তবে পুজোর সময়টা বাড়ি জুড়ে বেশ ধামাকা চলে।’ তবে শেষে শ্বেতা বলেন, ‘কাজের এত চাপ যাচ্ছে পুজোর শপিং করার সময় পাচ্ছি না।’
আরও পড়ুন: সার্থকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন প্রেরণা! ইউটিউবার নয়, জানেন প্রেরণার প্রেমিকের আসল পেশা কী?
প্রসঙ্গত, জি বাংলার জনপ্রিয় মেগা যমুনা ঢাকি করতে গিয়ে সিরিয়ালের সেটে এক অপরের প্রেম পড়েন তাঁরা। তাঁদের সম্পর্ক নিয়ে সেভাবে লুকোছাপা করেননি কখনওই। এমনকী বিয়ের আগেও, একে-অপরের প্রতি ভালোবাসা জাহির করার কোনো সুযোগও ছাড়তেন না। ১৯ জানুয়ারি সাতপাকে ঘোরেন তাঁরা। বৈদিক মতে তাঁদের বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী।
বর্তমানে শ্বেতা-রুবেল দু'জনকেই জি বাংলার ধারাবাহিকে দেখা যায়। তবে একই মেগায় কাজ করেন না তাঁরা। কিন্তু স্টুডিয়ো এক। প্রায় দিনই তাই একসঙ্গে শ্যুটিংয়ে আসেন তাঁরা, কাজ করে বেশির ভাগ দিন একসঙ্গে বাড়িও ফেরেন তাঁরা। শ্বেতা ভট্টাচার্যকে জি বাংলার জনপ্রিয় মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’তে নায়িকা 'শ্যামলী'র ভূমিকায় দেখা যাচ্ছে। অন্যদিকে, রুবেল দাসকে 'তুই আমার হিরো' ধারাবাহিকের হিরো শাক্যজিতের ভূমিকায় দেখা যাচ্ছে।