তেঁতুলপাতা ধারাবাহিকটি টিআরপিতে তেমন প্রভাব না ফেললেও ঝিল্লি এবং ঋষির জীবনের গল্প কিন্তু দর্শকদের বেশ মনে ধরেছে। এবার সেটা আরও মনোগ্রাহী করে তুলতে আসছে নতুন নায়ক! এন্ট্রি নিচ্ছেন কোন অভিনেতা?
আরও পড়ুন: 'না পাওয়ার রং নাও...' টেস্ট ক্রিকেটকে বিদায়, বিরাটকে শুভেচ্ছাবার্তা সৃজিতের, কী লিখলেন ভিকিরা?
আরও পড়ুন: কোহলি অবসর ঘোষণা করতেই অনুষ্কাকে আক্রমণ! দোষারোপের মাঝে বিরাট-পত্নী লিখলেন, ‘যে লড়াই , যে কান্না…’
কী ঘটেছে?
বর্তমানে তেঁতুলপাতা ধারাবাহিকে দেখা যাচ্ছে শিমুলপুরার পঞ্চায়েত প্রধানের পদে আসীন নায়িকা। অর্থাৎ ঝিল্লি। এই গ্রামের নতুন পঞ্চায়েত প্রধানকে সংবর্ধনা জানাতে আসছে সেখানকার নতুন পুলিশ অফিসার অমিত গুপ্ত। জানা গিয়েছে এই চরিত্রের মাধ্যমে এই ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন অভিনেতা রবি সাউ। তিনি ছোট পর্দার তো বটেই, সিরিজ, সিনেমাতেও কাজ করেছেন। ফলে এই ছোট পর্দার এই জনপ্রিয় মুখের আগমনে কি বদলে যাবে ঝিল্লি এবং ঋষির রসায়ন? নাকি ধারাবাহিক থেকে সরে যাবেন গৌরব অর্থাৎ ঋষি? জানা গিয়েছে এমন কিছুই হবে না। যা ঘটবে সবটাই ঝিল্লি আর তেঁতুলপাতার সদস্যদের পরিকল্পনা অনুযায়ী ঘটবে। অর্থাৎ আপাত ভাবে দেখানো হবে ঝিল্লি আর অমিত যেন একে অন্যকে ভালোবাসে। শুধু তাই নয় বিয়েও করতে চায় তারা। কিন্তু সবটাই ঋষির মনের কথা মুখে আনার ফন্দি। ঝিল্লিকে অন্য কারও হতে দেখে সে কী করবে সেটাই দেখার। নিজের মনের কথা জানাবে নাকি অন্য কিছু হবে সেটা সিরিয়াল দেখলেই জানা যাবে।
আরও পড়ুন: বউ ন্যাওটা বিরাট! মাতৃদিবসের পোস্ট দেখে কেন কোহলিকে তুলোধোনা নেটপাড়ার?
এই বিষয়ে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ঝিল্লি আর ঋষি কেউ কাউকে নিজেদের মনের কথা জানায়নি। তবে দুজনেই দুজনকে ভালোবাসে। অন্যদিকে ঝিল্লির বড় জায়ের সঙ্গে চলছে তার রেষারেষি। থুড়ি বুদ্ধির দৌড়। যদিও প্রতিবারই বাজিমাত করে এগিয়ে গিয়েছে ঝিল্লি।
আরও পড়ুন: কেবল অভিনয় নয়, নাচেও তুখোড় ফুলকি! দিব্যাণীর লাইভ পারফরমেন্স দেখে কী বলছে দর্শকরা?
আরও পড়ুন: উৎপল দত্ত বাবা, সাহানা বাজপেয়ী রজতাভ দত্তর স্ত্রী! ভাইরাল পোস্ট দেখেই কী প্রতিক্রিয়া গায়িকার?