বাংলা নিউজ > বায়োস্কোপ > আমার কিছু হলে নানা পাটেকর এবং ওর বলিউড মাফিয়া সঙ্গীরা দায়ী থাকবে: তনুশ্রী দত্ত
নানা পাটেকর-সহ বলিউডের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বলিউড অভিনেত্রী বলেন, তাঁর সঙ্গে যদি কোনও কিছু ঘটে যায়, তাহলে দায়ী থাকবেন নানা পাটেকর এবং তাঁর আইনজীবী, সহযোগীরা।
নেটমাধ্যমে নিজের ছবি শেয়ার করে তনুশ্রী লেখেন, ‘যদি আমার সঙ্গে কখনও কিছু হয়ে থাকে তাহলে মি টু-এ অভিযুক্ত নানা পাটেকর, তাঁর আইনজীবী, সহযোগীরা এবং তাঁর বলিউড মাফিয়া বন্ধুরা দায়ী হবে! বলিউডের মাফিয়া কারা? একই ব্যক্তি, যাদের নাম এসএসআর (সুশান্ত সিং রাজপুত) মৃত্যু মামলায় ঘন ঘন উঠে এসেছে (উল্লেখ্য, সকলেরই একই ফৌজদারি আইনজীবী)। তাদের সিনেমা দেখবেন না, তাদের সম্পূর্ণ বর্জন করুন এবং ভয়ঙ্কর প্রতিহিংসা নিয়ে তাদের অনুসরণ করুন।’
আরও পড়ুন: দুধ সাদা বিছানায় শুয়ে লুটোপুটি খাচ্ছেন অমিশা! এই ছবিতে ঝড় উঠেছে নেটমাধ্যমে