টিভি শো 'তারক মেহতা কা উল্টা চশমা' দীর্ঘদিন ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছে। এই অনুষ্ঠানের উন্মাদনা এতটাই যে দর্শকরা কেবল এর গল্প নয়, এর চরিত্রগুলিকেও পছন্দ করে। তার মধ্যেই যখন এই শোয়ের সবচেয়ে গ্ল্যামারাস অভিনেত্রীর কথা আসে, তখন 'ববিতাজি'র নাম কীভাবে দর্শকরা ভুলে যেতে পারে, যাঁর প্রতি সকলের প্রিয় জেঠালাল পাগল। শোতে ববিতাজির চরিত্রে অভিনয় করছেন মুনমুন দত্ত। আর ইতিমধ্যেই মুনমুনের একটি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যা দেখে সবাই তাঁর মূল্যবোধ নিয়ে কথা বলছেন।
আরও পড়ুন: কাটা ঘায়ে নুনের ছিটে! পাক জাতীয় সঙ্গীতের বদলে বাজে তাঁর গান, খোঁচা দিলেন ‘জলেবি বেবি’ টেশার
আরও পড়ুন: অক্টোবর-নভেম্বরেই আসতে পারে ক্যাটরিনা ও ভিকির প্রথম সন্তান? সুখবরের জল্পনায় কি তবে সিলমোহর?
বিমানবন্দরে মায়ের পা ছুঁয়েছি তিনি
আসলে, সম্প্রতি বিমানবন্দরে মুনমুন দত্তকে দেখা গিয়েছে। সেই সময় তাঁর মাকেও তাঁর সঙ্গে দেখা যায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, মুনমুন তাঁর মাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছেন। তারপর মাকে দেখেই মুনমুন তৎক্ষণাৎ তাঁর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। মুনমুনের এই কাজ ভক্তদের খুব পছন্দ হয়েছে। বিমানবন্দরে মুনমুনকে একটি সাধারণ পোশাকে দেখা গিয়েছে। মুখে কোনও মেকআপ ছাড়াই দেখা গিয়েছে তাঁকে। তিনি লেপার্ড প্রিন্টের ড্রেস পরেছিলেন।
আরও পড়ুন: আরিয়ান খানের সিরিজ থেকে কাজলের ‘দ্য ট্রায়াল’-সহ আর কী কী এই সপ্তাহে মুক্তি পাবে ওটিটিতে?
আরও পড়ুন: ওটিটি নয় এক বিশেষ উপায়ে ইউটিউব থেকেই দারুণ আয় করছে আমিরের ছবি! জানেন তা কী?
এই সময়, পাপারাৎজিরা মুনমুন এবং তার মাকে ক্যামেরায় বন্দী করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলেন, কিন্তু অভিনেত্রীকে তাঁদের তা করতে বাধা দিতে দেন। মুনমুনের এই ভিডিয়োটি ইন্টারনেটে সকলেই খুব পছন্দ করছেন। সকলেই অভিনেত্রীর মূল্যবোধের প্রশংসা করতে দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারী বলেছেন যে, তিনি যতই আধুনিক হয়ে উঠুন না কেন, তিনি তাঁর মূল্যবোধ ভুলে যাননি। এই ভিডিয়োতে আরও অনেক মন্তব্য আসছে।