
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অতিপ্রাকৃত ঘটনা, ইচ্ছেধারী নাগিনের গল্প নিয়ে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। মাত্র এক সপ্তাহ হয়েছে এই ধারাবাহিকের আর তাতেই বাজিমাত করে ফেলেছে এই ধারাবাহিক। সুস্মিতা দে এবং রাজদীপ গুপ্তকে এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। গল্পের প্রেক্ষাপট আনকোরা না হলেও দর্শক টানতে ব্যর্থ হয়নি 'নাগদেবতার অলৌকিক ক্ষমতা!' প্রথম সপ্তাহেই এই ধারাবাহিক পেল ৮.৪ নম্বর। পঞ্চমীর এই টিআরপি দেখে দারুন খুশি নায়িকা।
সুস্মিতাকে এর আগে ‘বৌমা একঘর’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। কিন্তু সেই ধারাবাহিক এসেই পালিয়ে গিয়েছে। তিন মাসের বেশি চলেনি সেই ধারাবাহিক। মাত্র ৯০ দিনেই ঝাঁপ বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিকের। আর সেই ঘটনায় বেশ কষ্ট পেয়েছিলেন তিনি। বলেছিলেন, ' তিন মাসের মাথায় যখন আগের ধারাবাহিক বন্ধ হয়ে যায় তখন খুব কষ্ট পেয়েছিলাম।' কিন্তু এবার ধারাবাহিকের এই সাফল্য দেখে দারুন খুশি পঞ্চমী সুস্মিতা। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, 'আমি খুব খুশি। এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারব না।' আগের ক্ষতয় কি প্রলেপ পড়ল তাঁর? তিনি জানিয়েছেন, 'পুরনো কষ্টে অনেকটা প্রলেপ দিল। নতুন মেগার এই ফল অনেকটা স্বস্তি দিল।'
তবে পঞ্চমীর শ্যুটিং করতে গিয়েই কোমরে আঘাত পেয়েছেন অভিনেত্রী। তাই একদিন বিশ্রাম নিচ্ছেন। তারপর ফের কাজে ফিরবেন। তিনি জানিয়েছেন এই ধারাবাহিকের শ্যুটিং তাঁরা সকলে বেশ মজা করেই করছেন। কিন্তু এখন আপাতত তিনি ঘরবন্দী। স্টিবে শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরবেন বলেই জানিয়েছেন।
স্টার জলসায় মাত্র এক সপ্তাহ আগেই এই ধারাবাহিক শুরু হয়েছে। রোজ রাত আটটায় সুস্মিতা রাজদীপের নতুন গল্প দেখা যায় এই চ্যানেলে পর্দায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports