নিউ ইয়র্কে গিয়ে টাইমস স্কোয়ারে ঋদ্ধি এবং সুরঙ্গনা চুমু খান এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। কিন্তু তারপরই চরম কটাক্ষের মুখে পড়তে হয় এই তারকা জুটিকে। এদিন সেই ট্রোলের কড়া জবাব দিলেন টলিউডের 'ডিটেকটিভ চারুলতা'।
কী বললেন সুরঙ্গনা?
এদিন আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুরঙ্গনা সেই কটাক্ষের বিষয়ে প্রশ্ন তোলেন, জানতে চান রাস্তাঘাটে যখন কোনও হিংসার ঘটনা ঘটে তখন কেন কারও অসুবিধা হয় না? অভিনেত্রীর কথায়, 'আমি আর ঋদ্ধি যে গত দশ বছর ধরে একসঙ্গে আছি সেটা সবাই জানেন। একসঙ্গে একটা ছবি তুলেছি সেটা কেন এত সাড়া ফেলল বুঝতে পারিনি। দেখেছি অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। কী আর বলি! খুবই দুর্ভাগ্যজনক এটা যে গোটা পৃথিবীটাই একটা গোঁড়ামির দিকে যাচ্ছে। চারিদিকে প্রকাশ্যে এত খারাপ ঘটনা ঘটছে, রাস্তায় কেউ কাউকে চড় মারলে অসুবিধা হয় না তো কই? চুমু খেলেই যত দোষ! দুটো মানুষ চুমু খাচ্ছে এতে অসুবিধার কী আছে? এটা অশ্লীল তো কিছু নয়।'
সেই ওপেন টি বায়স্কোপের সময় থেকেই ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক। টলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। একে অন্যের কাজে বাহবা দেওয়া হোক বা একসঙ্গে মঞ্চ দাপিয়ে বেড়ানো তাঁরা নজর কেড়েছেন বারবার। কিন্তু কবে বিয়ে করছেন? এই বিষয়ে সুরঙ্গনার মত তাঁরা বিয়ে করলেও এখন যেমন আছেন তেমনি থাকবেন। না করলেও তেমনি থাকবেন। নতুন করে কিছু যোগ হবে বলে তিনি মনে করেন না।
আরও পড়ুন: বক্স অফিসে হুংকার কেশরী চ্যাপ্টার ২-র! ৪০ কোটির দোরগোড়ায় অক্ষয়ের ছবি, কী হাল জাট-সিকান্দরের?
প্রসঙ্গত সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে বর্তমানে ক্লিক প্ল্যাটফর্মের ডিটেকটিভ চারুলতা সিরিজে দেখা যাচ্ছে নাম ভূমিকায়। এটা বাংলা রহস্য সাহিত্যের উপর নির্ভর করে বানানো হয়েছে। মূলত ট্রিবিউট দেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের ফেলুদাকে। সুরঙ্গনা ছাড়াও এখানে আছেন অনুজয় চট্টোপাধ্যায়, দেবমাল্য গুপ্ত, মল্লিকা মজুমদার, প্রমুখ।