ভোটের আগে আপাতত 'খাদান'-এর শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত দেব। জোর কদমে চলছে 'খাদান' ছবির শ্যুটিং। আসানসোল, রাণীগঞ্জের কয়লা খনি এলাকার পর এবার দেবের দেখা মিলল পানাগড়ে। এবার পানাগড়ের রণডিহা ব্যারেজ এলাকায় শ্যুটিং করলেন দেব। সুপারস্টারকে দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
এদিন রাজ ভাদুড়ি নামে এক ব্যক্তির ফেসবুক পেজে উঠে এসেছে পানাগড়ের ব্যারেজ এলাকায় দেবের শ্য়ুটিংয়ের ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, দামোদরের চরে আগে থেকেই পৌঁছে গিয়েছিল 'খাদান'-এর শ্য়ুটিং ইউনিট। তারপর সাদা শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে সেখানে পৌঁছলেন দেব। সুপারস্টার যে সেখানে পৌঁছবেন, এখবর আগে থেকেই ছিল। আর তাই প্রায় কয়েকশো মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। তবে শ্যুটিংয়ে যাতে কোনও সমস্যা না হয়, তাই আগে থেকেই নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছিল।
আরও পড়ুন-বাইক চালাচ্ছেন দেব, পিছনে উল্টো করে বসে খোল বাজাচ্ছেন যিশু, কয়লাখনিতে চলছে খাদানের শ্যুটিং