দিল্লির জেলে বন্দী প্রতারক সুকেশ চন্দ্রশেখর ইলন মাস্কের এক্স ( অতীতে টুইটার) হ্যান্ডেলে ২০০ কোটি ডলার বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন। মাস্ককে লেখা এক চিঠিতে সুকেশ এই প্রস্তাব দিয়েছেন।
কী লিখেছেন সুকেশ?
চিঠিতে সুকেশ লিখেছেন, 'আমি আজ এই বিশেষ সুবিধা ও গর্ব নিয়ে বলছি, ইলন, আমি প্রস্তুত এবং আগামী বছর আপনার কোম্পানি এক্স-এ আরও ১ বিলিয়ন মার্কিন ডলার' বিনিয়োগ করতে চাই।তিনি আরও বলেন, এই বিনিয়োগ গৃহীত হলে তিনি একজন 'গর্বিত ভারতীয়' হয়ে উঠবেন।
আরও পড়ুন: 'বিয়ের আগে থেকেই...'! ১৪ বছর ধরে শিবরাত্রিতে 'কাঞ্চন বাবার পুজো করছেন' শ্রীময়ী
আরও পড়ুন: বক্স অফিসে দাপট দেখিয়েও শান্তি নেই! ১০০ কোটির মানহানির মামলার হুমকি ভিকির ছাবাকে! কেন?
মাস্ককে 'মাই ম্যান' বলে সম্বোধন করে সুকেশের চিঠিতে মার্কিন সরকারের সদ্য তৈরি ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সিতে (ডিওজিই) ধনকুবেরের নেতৃত্বের জন্য অভিনন্দন মন্তব্যও রয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের 'বড় ভাই' বলে সম্বোধন করেছেন চন্দ্রশেখর।
'ইলন, তুমি এমন একজন যাকে আমি সত্যিই শ্রদ্ধা করি, তুমি দারুন, ট্যাঙ্কম্যান, বুলেটপ্রুফ। আপনি যা তৈরি করেছেন তা আশ্চর্যজনক। সেই কোম্পানির অংশ হতে পারাটাই হবে আমার জন্য সবচেয়ে সবচেয়ে বড় ব্যাপার।
এই প্রথম নয় যে সুকেশ চন্দ্রশেখর কারাগারের আড়াল থেকে জনসমক্ষে কিছু ঘোষণা করেছেন। এর আগে তিনি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ অনেক হাই প্রোফাইল ব্যক্তিত্বকে চিঠি লিখেছেন।
আরও পড়ুন: তুঙ্গে গোবিন্দা-সুনীতার ডিভোর্স চর্চা, তার মাঝেই অভিনেতার ম্যানেজার বললেন, 'উনি তো কিছু না কিছুই...'
আরও পড়ুন: নায়ক-নায়িকা রেডি, পাঠান ২-র শ্যুটিং শুরু হচ্ছে না পরিচালকের অভাবে?
চলতি মাসের শুরুতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের কাছে বিনিয়োগের প্রস্তাব দেন তিনি। একটি চিঠিতে, তিনি অবিলম্বে ১ বিলিয়ন ডলার এবং আগামী ৫ বছরে ওপেনএআইয়ের ভারতীয় কার্যক্রমের জন্য অতিরিক্ত ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন।
স্যামকে চিঠি দিয়ে তিনি লেখেন, ‘স্যাম, ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টরদের কাছে যাবে কেন? বড় বিনিয়োগকারীরা কেন সবসময় সুযোগ পাবে? স্যাম, দয়া করে শুধু আমায় একটা সুযোগ দিন।’