২০২৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’, যা সুপারহিট হয়েছিল।শাহরুখ- দীপিকার জুটি বরাবরই পছন্দ করেন ভক্তরা। অনেক দিন ধরেই খবর আসছিল যে এই ছবির সিক্যুয়েল তৈরি হতে যাচ্ছে এবং এবার তা নিয়ে নতুন আপডেট এসেছে। শোনা যাচ্ছে, ছবিটি নির্মাণ করতে চলেছেন আদিত্য চোপড়া।
আরও পড়ুন: সঙ্গমের জলে মোবাইল ডুবিয়ে প্রিয়জনকে পুণ্যস্নান মহিলার,কান্ড দেখে হেসে খুন সকলে
আরও পড়ুন: তৈরি স্ক্রিপ্ট, তাও রাম কমল কেন বললেন, 'জানি না দ্রৌপদীর ভবিষ্যৎ'? ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ আসছে কখন?
পিপিং মুনের প্রতিবেদন অনুযায়ী, পাঠান ২-এর লেখার পর্ব শেষ হয়েছে। আদিত্য চোপড়া ছবিটির প্রযোজনা করবেন। ২০২৩ সাল থেকেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন আদিত্য। ছবিটি যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স-এর অধীনে তৈরি হবে। অনেক পরিকল্পনার কারণে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শেষ করতে সময় লেগেছে।
আদিত্য ছবির স্ক্রিপ্টের জন্য শাহরুখের পরামর্শও নিয়েছিলেন এবং তিনি বেশ মুগ্ধ হয়েছিলেন। তবে ছবির পরিচালকের খোঁজ এখনও চলছে। প্রথম পর্ব পরিচালনাকারী সিদ্ধার্থ আনন্দ ছবিটি পরিচালনা করতে চাইছেন না, তাই নতুন পরিচালক চান আদিত্য। পাঠান ২-এর শুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে, তার আগে এই সিনেমার জন্য কোনও এমন পরিচালক চান আদিত্য, যিনি পরিচালনার দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন: গৌরব খান্নার অসুস্থতা নিয়ে বিদ্রুপ ফারহার, মন্তব্য শুনে ক্ষুব্ধ হলেন ভক্তরা
আরও পড়ুন: দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন গোবিন্দা-সুনীতা! অভিনেতার ভাইজি আরতি বললেন...
শাহরুখ তাঁর আগামী ছবি 'কিং'-এর শুটিং শেষ করেই এই ছবির শুটিং করবেন, যেখানে সুহানা খান অভিনয় করবেন বাবার সঙ্গে। ২০২৬ সালে মুক্তি পাবে কিং। উল্লেখ্য, সলমন খানের 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার', পাঠান, 'টাইগার থ্রি'র পর যশরাজ স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি হতে চলেছে এই পাঠান ২।