৩৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। এই খবর ইতিমধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই খবর প্রকাশ্যে আসার পরই কার্যত বিরক্ত হয়ে পড়েছেন গোবিন্দার অনুরাগীরা। গোবিন্দা ও সুনীতা অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া না জানালেও গোবিন্দার ভাইঝি আরতি সিং এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদমাধ্যমের সামনে।
আরও পড়ুন: রাবণ ছাড়া অন্য চরিত্রে অভিনয় করতাম না..’, রামায়ণ প্রসঙ্গে কেন এমন মত যশের?
কী বললেন আরতি সিং?
নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরতি সিং বলেন, ‘সত্যি কথা বলতে, আমি এখন মুম্বইয়ে নেই, তাই আমি এখনও এই বিষয়ে কারও সঙ্গে কথা বলিনি। এটা শুধুই গুজব। ওঁদের বন্ধন খুবই দৃঢ়। ওঁরা এত বছর ধরে নিজেদের মধ্যে একটি দৃঢ় এবং প্রেমময় সম্পর্ক তৈরি করেছে, তাই ওঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হতে পারে না।’
আরও পড়ুন: সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের আগে আউট! ‘মারও খেয়েছি’, মেন্টর সৌমেন নন্দীকে নিয়ে অকপট খুদে অঙ্কনা
আরও পড়ুন: BJP-র কথা শোনায় ১৮ কোটির লোন মকুব? কুম্ভ থেকে ‘অপ্রীতিকর’ অভিযোগ ওড়ালেন প্রীতি
আরতি আরও বলেন, 'আমি জানি না মানুষ কোথা থেকে এ ধরনের গুজব ছড়ায়। কিছুদিন আগে আমার ডিভোর্সের খবরও কোনও কারণ ছাড়াই ছড়িয়ে পড়ে। এ ধরনের ভিত্তিহীন ঘটনা উত্তেজনা সৃষ্টি করে।'