তাঁর জন্য জ্যাকলিনকে যে সমস্ত সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তার জন্য ক্ষমাও চেয়েছেন অভিযুক্ত কনম্যান। জানিয়েছেন, তিনি জ্য়াকলিনের সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিতে চান। জ্যাকলিনকে শক্ত করে বুকে জড়িয়ে ধরতে চান। জ্যাকলিনের সঙ্গে ওয়াইন খাওয়ার স্মৃতিও তাঁর এসময় বড়ই মনে পড়ছে বলেও লিখেছেন সুকেশ।
জ্যাকলিন-সুকেশ
২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় গত ২ বছর ধরে জেলবন্দি কনম্যান সুকেশ। তবে জেলে থাকুন কিংবা বাড়িতে, তাতে কী আর যায় আসে, সুকেশের মন মজে সেই জ্যাকলিনে। হ্যাঁ, একসময় এই কনম্যানের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে ডুবে ছিলেন জ্যাকলিন। তবে তার জন্য গত ২ বছরে কিছু কম কাঠখড় পোহাতে হয়নি অভিনেত্রীকে। একাধিকবার আদালতে হাজিরাও দিতে হয়েছে তাঁকে। যদি সুকেশের সঙ্গে প্রেমের দায় ঝেড়ে ফেলেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তবে তারপরেও সুকেশ তাঁকে ভুলতে পারছেন কই?
গত Thanksgiving Day-উপলক্ষ্য়ে সেই জ্যাকলিনকেই আরও একবার চিঠি লিখেছেন কনম্যান সুকেশ। আর এই চিঠিতেও অভিনেত্রীকে ‘মাই লাভ’ বা ‘বেবি’ বলে সম্বোধন করেছেন কনম্যান। এখানেই শেষ নয় জ্যাকলিনের প্রতি তাঁর নতুন সংযোজক ‘আমার শেরনি’।
সুকেশ লিখেছেন, ‘বেবি তুমি জানো না, যে আমি তোমার জন্য কতটা খুশি! বিনোদন শিল্পে তোমার অসামান্য অবদানের জন্য সপ্তম DIAFA পুরস্কার পাওয়ার জন্য তোমায় অভিনন্দন। আমার ভালোবাস, তুমি জানো না, যে আি তোমার জন্য কতটা খুশি! তুমি সত্যিই সর্বশ্রেষ্ঠ অভিনয়নেত্রী। পুরস্কার নেওয়ার সময় সাদা গাউনে তোমাকে অত্যাশ্চর্য দেখাচ্ছিল, বেবি আমি আবারও মুগ্ধ হয়েছি। আমি আমার বোমাকে পৃথিবীর বাইরে কোনও মানুষের মতো লাগছিল।’