২৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয় ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথম জাতীয় পুরস্কারের সম্মানিত হন বলিউডের অন্যতম সেরা অভিনেতা শাহরুখ খান। জওয়ান ছবির জন্য এই পুরস্কারে পুরস্কৃত হন তিনি। এই পুরস্কারের আনন্দ শুধু একমাত্র শাহরুখের জন্য নয়, গোটা পরিবারের জন্যই আনন্দের মুহূর্ত তৈরি করেছে।
শাহরুখের জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়ার পর সেই ছবি শেয়ার করে সুহানা এবং আরিয়ান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তুমি সবসময় বলতে, তুমি কখনও রূপো জিততে পারবে না। দেখো আজ এই রূপো সোনাকেও হার মানাচ্ছে। তোমার এই জাতীয় পুরস্কারে পুরস্কৃত হওয়ার মুহূর্ত আমাদের সকলের জন্য ভীষণ গর্বের। অভিনন্দন বাবা। তোমাকে অনেক অনেক ভালোবাসি।’
আরও পড়ুন: ‘রানি এবং শাহরুখের সঙ্গে একই বছর…’, জাতীয় পুরস্কার জিতে আবেগপ্রবণ করণ
আরও পড়ুন: 'যে কোনও মুহূর্তে অ্যাক্সিডেন্ট...', মাঝরাতে বৃষ্টিতে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার কাঞ্চন
সুহানা এবং আরিয়ানের পোস্টে কমেন্ট করে গৌরী খান লেখেন, বাহ!!! তোমাদের সবাইকে ভালোবাসি। অনন্যা পান্ডে এই পোস্টে লাল হৃদয়ের ইমোজি দেন। অভিনেত্রী শালিনী পাসি মন্তব্য করে লেখেন, সেরা, অভিনন্দন। গর্বের মুহূর্ত। সানায়া কাপুর লেখেন, অত্যন্ত গর্বের বিষয়। এছাড়াও মাহিপ কাপুর, ভাবনা পান্ডের বাবা মা এবং অভিনেতা সাহের ভাম্বা ইমোজি দিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন।
শাহরুখের এই জয়ে গর্বিত স্ত্রী গৌরী খানও একটি পোস্ট করে লেখেন, ‘অসাধারণ একটা যাত্রা। জাতীয় পুরস্কার জেতার জন্য অভিনন্দন। তুমি সত্যিই এটার যোগ্য। বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল এই পুরস্কার। এই পুরস্কারের জন্য তোমাকে আমি একটা বিশেষ উপহার দেব। তোমার জন্য একটি বিশেষ পোশাক ডিজাইন করেছি।’
প্রসঙ্গত, ৩ দশকের বেশি সময় ধরে শাহরুখ বহু ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এমন অনেক ছবি ছিল যার জন্য হয়তো তিনি জাতীয় পুরস্কারের সম্মানিত হতে পারতেন। এই তালিকায় অবশ্যই নাম নেওয়া যায় চক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান, স্বদেশ ছবির। যদিও জাতীয় পুরস্কার এই প্রথম জিতলেও এর আগে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানী সম্মানিত হয়েছেন।
আরও পড়ুন: 'সারা বছর এত অবিচার...', রাতভর বৃষ্টি নিয়ে অন্যরকম দৃষ্টিভঙ্গি অহনার
আরও পড়ুন: 'সব নষ্ট হয়ে গেল...', বন্যা কবলিত কলকাতায় কোন ক্ষতির সম্মুখীন হলেন দোলন?
এছাড়াও ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী, পাশাপাশি ফরাসি সরকারের কাছ থেকে অর্ড্রে ডেস আর্টস এট ডেস লেট্রেস এবং লিজিওন ডি'অনারের মতো আন্তর্জাতিক সম্মাননাও পেয়েছেন।