এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আছেন রাজ-শুভশ্রী। গত ১৭ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে এসেছেন তাঁরা। গত ১৯ এপ্রিল লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ‘বাবলি’ ও ‘সন্তান’। এবার কাজের ফাঁকেই টুক করে স্যান ডিয়েগো ভ্রমণ করতে দেখা গেল এই তারকা জুটিকে।
শুভশ্রী ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো থেকে যে ছবিগুলি পোস্ট করেছেন তার প্রথম ছবিতে দেখা যাচ্ছে, পিঠে কালো ব্যাগ নিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। সামনে নীল আকাশ, এদিক-ওদিক বসে রয়েছেন স্থানীয় লোকজন। দ্বিতীয় ছবিতে ছেলেকে সঙ্গে নিয়ে পোস্ট দিতে দেখা যায় রাজ-শুভশ্রীকে। পেছনে বড় বড় করে লেখা রয়েছে, Sea World (San Diego)।
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
তৃতীয় ছবিতে স্ত্রীর সঙ্গে সেলফি তুলতে দেখা যায় রাজকে। রাজ এবং শুভশ্রী দুজনেই পরে রয়েছেন সাদা রঙের পোশাক, চোখে রোদ চশমা, পিঠে ব্যাকপ্যাক। চতুর্থ ছবিতে গ্যালারিতে বসে থাকতে দেখা যায় ৩ জনকে। পঞ্চম ছবিতে শুভশ্রীকে দেখা যায় মায়ের ভূমিকায়, এদিক ওদিক ছুটে বেড়ানো ছেলেকে সামলাতে ব্যস্ত তিনি।
ষষ্ঠ ছবিটি বেশ সুন্দর। ছবিতে এক ঝাঁক কমলা রঙের সারস পাখি দেখা যাচ্ছে, তার সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন নায়িকা। মায়ের মত ছেলেও সারস পাখি দেখতে ব্যস্ত। সপ্তম এবং অষ্টম ছবিটিই তার প্রমান। নবম ছবিতে একটি গোলাপি রঙের ফুল দেখা গেছে।
দশম ছবিতে আবার সপরিবারে একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। দুপাশে দুটি কার্টুন ক্যারেক্টারকেও দেখা যাচ্ছে। ১১ নম্বর ছবিতে কচ্ছপের সঙ্গে গভীর আলাপচারিতা করতে দেখা যায় ইউভানকে। ১২ নম্বর ছবিতে বাবার সঙ্গে খোশ গল্পে মেতে রয়েছে ছোট্ট ইউভান। ঘুরতে গিয়ে স্টাইল না করলে চলে! তাই ১৩ নম্বর ছবিতে একটু কেত মেরে ছবি তুলতে দেখা যায় শুভশ্রীকে। শেষ ছবিতে ফের মায়ের ভূমিকায় তিনি, ছেলেকে পাশে বসিয়ে দূরে জলকেলি দেখছেন তিনি।
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ?
ছবিগুলি পোস্ট হতেই নেটিজেনদের অনেকেই যেমন শুভশ্রীর রূপের প্রশংসা করেছেন তেমন, অন্যদিকে অনেকেই খোঁজ করেছেন ইয়ালিনির। জানতে চেয়েছেন ‘মেয়ে কোথায়?’ এই প্রশ্ন করেছেন বহু নেটিজেন। ‘মেয়েকে কি বাড়িতেই রেখে এসেছেন নাকি হোটেলে রয়েছে মেয়ে’, ‘মেয়েকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না?’ এমনই অসংক্য প্রশ্ন উঠে এসেছে কৌতুহলীদের শুভশ্রীর মেয়ের ছবি না দেখতে পেয়ে মন খারাপ অনেকেরই।
তবে এই প্রথমবার নয়, এর আগেও রাজ-শুভশ্রী ইয়ালিনিকে বাড়িতে রেখে বাইরে গিয়েছেন। গত জানুয়ারিতে ইউভান ও ইয়ালিনি দুই সন্তানকেই কলকাতায় রেখে বন্ধুর জন্মদিন উদযাপনে দুবাই উড়ে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। এরপর দুবাই থেকে মুম্বই হয়ে কলকাতায় ফেরেন তাঁরা।