বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree Ganguly: ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও বরণ! শুভশ্রীর কীর্তিতে বিভক্ত নেটপাড়া
পরবর্তী খবর
Subhashree Ganguly: ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও বরণ! শুভশ্রীর কীর্তিতে বিভক্ত নেটপাড়া
1 মিনিটে পড়ুন Updated: 29 Oct 2023, 09:00 AM ISTSubhasmita Kanji
Subhashree Ganguly: ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও মা দুর্গাকে দশমীর দিন বরণ করেন শুভশ্রী। অভিনেত্রীর কাণ্ড দেখে নেটপাড়ার একাংশ চটে লাল। কেউ কেউ আবার করলেন সমর্থন।
শুভশ্রীর কীর্তিতে বিভক্ত নেটপাড়া
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সংসারে নতুন সদস্য আসছে। তাঁদের দ্বিতীয় সন্তান শীঘ্রই ভূমিষ্ট হতে চলেছে। বর্তমানে শুভশ্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থাতেও তিনি তাঁর স্বামী এবং ছেলে ইউভানকে নিয়ে পুজোর সময় জমিয়ে মজা করেছেন। করেছেন দশমীর বরণও। আর সেই কারণেই চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।
কী করেছেন শুভশ্রী
দশমীর দিন লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়নায় সেজে বরণ করতে যান শুভশ্রী। কাঠের তক্তা বেয়ে কাঠের বেদিতে উঠে আচার মেনে বরণ করেন দুর্গাকে। বরণ শেষে মাকে জড়িয়ে মনের কথাও জানান তিনি। বরণ শেষে মণ্ডপে উপস্থিত পরিচিতদের সঙ্গে তাঁকে সিঁদুর খেলতেও দেখা যায়। ছবি তোলেন রাজ চক্রবর্তীর সঙ্গে। দেখান তাঁর সাজ। কিন্তু অভিনেত্রীর এই কাণ্ড দেখেই চটেছেন নেটপাড়ার একাংশ। কেউ কেউ আবার সমর্থন করেছেন তাঁকে।
কী বলছে নেটপাড়া?
হিন্দুস্তান টাইমস বাংলার তরফে শুভশ্রীর বরণের একটি রিল পোস্ট করা হলে সেখানে দুই ধরনের মন্তব্যই দেখা যায়। কেউ কেউ অভিনেত্রীকে সমর্থন করেন, কেউ কটাক্ষ করেন।