
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২১ ফেব্রুয়ারি ৪৯ বছরে পা দিলেন রাজ চক্রবর্তী। তাঁর জন্মদিন উপলক্ষে এদিন একটা ছোটখাটো সেলিব্রেশনের আয়োজন বাবলির সেটেই করা হয়েছিল। সেখানেই কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে বেটার হাফের এই বিশেষ দিনে পর্দার 'বাবলি' তাঁকে কী উপহার দিলেন?
আরও পড়ুন: খাতায় কলমে আলাদা হলেন জিতু নবনীতা, ডিভোর্স পেতেই পর্দার সত্যজিৎ লিখলেন, 'আমি বেশ্যা, বজ্জাত'
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তাঁর বরের জন্মদিন উপলক্ষে একটি ভিডিয়ো কোলাজ বানিয়ে সেটা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োর মাধ্যমেই ব্যারাকপুরের বিধায়ককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'আমার স্নোম্যান, আমার স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান এবং সব থেকে ভালো একজন মানুষ। আমি তোমায় খুব খুব ভালোবাসি। শুভ জন্মদিন।'
আরও পড়ুন: দক্ষ হাতে রুটি বেলে তাক লাগালেন মমতা, বাদ গেলেন না সৌরভের বউ ডোনাও, কিন্তু জিতলেন কে?
আর এই বিশেষ দিনে তিনি তাঁর বরকে উপহার দিয়েছেন সুগন্ধি। সেই বিষয়ে রাজ এদিন জানিয়েছেন, 'শুভ আমাকে এতদিন আমার জন্মদিনে ফোন উপহার দিত। কিন্তু আমি এখন ঠিক করেছি তিন চার বছরের আগে ফোন বদলাব না। তাই ও আমায় একটা সুগন্ধি উপহার দিয়েছে।'
একদিকে চলছে বাবলির শ্যুটিং। আরেকদিকে তিনি জনপ্রতিনিধি। ফলে সেই দিকের কাজের চাপও যথেষ্ট থাকে। আর এই শত ব্যস্ততার মাঝে জন্মদিনটা কীভাবে কাটাবেন তিনি জানিয়েছিলেন আনন্দবাজারকে। তাঁর কথায় বেশ রাত করেই এদিন বাড়ি ফিরবেন তিনি। কাজের পর বাড়ি ফিরে যেটুকু সময় পাবেন সেটা পুরোটাই কাটাবেন তাঁর দুই সন্তান ইউভান এবং ইয়ালিনির সঙ্গে।
আরও পড়ুন: ঋতুরাজ সিংয়ের শেষ যাত্রায় বলিউডের তারকাদের ভিড়, শ্রদ্ধা জানালেন আরশাদ ওয়ার্সি - নকুল মেহেতারা
ইতিমধ্যেই এই ছবির একটা অংশের শ্যুটিং উত্তরবঙ্গে হয়ে গিয়েছে। বাকি অংশের শ্যুটিং কলকাতায় চলছে। বুদ্ধদেব গুহর লেখা উপন্যাসের উপর নির্মিত এই ছবিটিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নাম ভূমিকায় থাকবেন। অন্যান্য চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র প্রমুখকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports