পয়লা বৈশাখের প্রাক্কালে মুক্তি পেয়েছে কিলবিল সোসইটি। আর আপাতত রাজত্ব করছে বাংলার বক্স অফিসে। হেমলক সোসাইটির ১৩ বছর পর সিক্যুয়েল নিয়েও একইরকম মাতামাতি দর্শকের। চলুন এবার একটু নজর দেওয়া যাক বক্স অফিস রিপোর্টে। কেমন ব্যবসা করছে কিলবিল সোসাইটি?
শুক্রবার ১১ এপ্রিল কিলবিল খাতা খোলে ১১.৫০ লাখ দিয়ে। তবে আর সিনেমা সমালোচক ও দর্শকমুখে ছড়িয়ে পড়া পজিটিভ রিভিউয়ের জেরে, শনিবার ব্যবসা বেড়ে হয় ২৪.২৫ লাখ। এই আয় আরও বাড়ে রবিবারে। সংগ্রহ করেছে ৩৪.২৫ লাখ টাকা। আর WBBO: West Bengal Box Office-এর রিপোর্ট অনুসারে, সোমবার সৃজিতের ছবির সংগ্রহ ১৮.১২ লাখ। আর চারদিন মিলিয়ে ছবির সংগ্রহ ৮৮.১২ লাখের আশেপাশে। আশ রাখা যাচ্ছে, পয়লা বৈশাখের আয়ে ভর করেই, ১ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে ছবিখানা।
আরও পড়ুন: ছেড়ে দেন নীলাঞ্জনা, কার হাত ধরে নতুন শুরু যিশুর? পয়লা বৈশাখে হল বড় ঘোষণা
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেমলক সোসাইটি’তে দেখা মিলেছিল পরমব্রত চট্টোপাধ্য়ায় আর কোয়েল মল্লিকের। 'আনন্দ কর' সিক্যুয়েলে ‘মৃত্যুঞ্জয় কর’ হয়ে নতুন করে নজরকাড়েন পরমব্রত চট্টোপাধায়। তবে কোয়েলের অভাব বোধ করার সুযোগই দেননি কৌশানি মুখোপধ্যায়। একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন অভিনেত্রী। আর এর এবার দুই মুখোপাধ্যায় (সৃজিত ও কৌশনির পদবি) মিলিয়ে তো রেকর্ড ভাঙতে প্রস্তুত, সঙ্গে যোগ্য সঙ্গত চট্টোপাধ্য়ায়বাবুর।
আরও পড়ুন: সইফ আলি খান মামলায় নতুন মোড়! বাংলাদেশি শরিফুলের আঙুলের ছাপই মিলল না, এবার?
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ছবির নায়িক কৌশানির প্রশংস করে, সৃজিতকে বলতে শোনা যায়, ‘আবার প্রলয় এবং বহুরূপীতে আমি ওঁর মধ্যে একটা স্ফুলিঙ্গ দেখেছিলাম। আমার মনে হয়েছিল পরিশ্রম করলে সেই স্ফুলিঙ্গ দাবানল হয়ে যেতে পারে। ওঁর কাজ দেখে আমি চমকে গিয়েছি, পরমও চমকে গিয়েছিল। এমনকী দুটো দৃশ্যে কৌশানী এত ভালো কাজ করেছিল যে, গোটা ইউনিট স্বতঃস্ফূর্ত ভাবে হাততালি দিয়েছিল ও শর্ট দেওয়ার পর। অবশ্যই এটা অনেক বড় একটা ব্যাপার।’
আরও পড়ুন: ফুটফুটে ডল পুতুল! নববর্ষে মেয়ে তিষ্যার ছবি দিল সুদীপ-অনিন্দিতা, কী অর্থ এই নামের
আপাতত দেখার ২০২৪-এ দেব খাদান দিয়ে যে রেকর্ড করেছে, বা সৃজিতের পুজো রিলিজ টেক্কা-র আয়কে ছাপিয়ে যেতে পারে কি না কিলবল সোসাইটি।