কিছুদিন আগেই পুরীতে শেষ হয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ। যিশু সেনগুপ্ত থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জগন্নাথধামে উপস্থিত ছিলেন সকলেই। জোর কদমে চলছিল ছবির কাজ। কিন্তু কাজের ফাঁকেই টুক করে পরিচালকের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
সমুদ্রের ধারে সৃজিতের সঙ্গে তোলা ছবি পোস্ট করে সুস্মিতা ক্যাপশনে লিখেছিলেন, ‘স্যার আঁখো পর।’ স্যার বলতে যে এখানে তিনি পরিচালককেই বুঝিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সুস্মিতার পোস্ট করা এই ছবি দেখেই টলিপাড়ায় তৈরি হয়েছে গুঞ্জন। তাহলে কি সুস্মিতার সঙ্গে সম্পর্কে জড়ালেন সৃজিত?
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
শুক্রবার অনিরুদ্ধ রায় পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন একাধিক নামি ব্যাক্তিত্ব। অনুষ্ঠানে জয়া আহসানকে পাশে নিয়ে ছবি তোলেন সৃজিত, সেই ছবিতেও উপস্থিত ছিলেন সুস্মিতা।
তাহলে কি সত্যিই যা রটে তার কিছু ঘটে? নাকি পুরোটাই গুজব? অনুষ্ঠানে পুরীর সমুদ্র সৈকতে তোলা ভাইরাল ছবি নিয়ে সুস্মিতা এবং সৃজিতকে প্রশ্ন করলে সুস্মিতা হাসিমুখে বলেন, ‘আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু। বলা যেতে পারে ক্লোজ ফ্রেন্ড। এরপর যে বা যারা কিছু বলছেন বা লিখছেন, তা নিয়ে আমার কিছু বলার নেই।’
এরপরই ওই একই প্রশ্ন সৃজিতকে করায় তিনি বলেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটি সেলফিকে কেন্দ্র করে এতকিছু হবে তা সত্যিই ভাবা যায় না। আমরা অবশ্যই পুরনো দিনের ছবি তৈরি করছি ঠিকই কিন্তু আদতে তো আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি। তাই রিলাক্স করুন। একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।’
তবে সম্পর্কের কথা অস্বীকার করলেও সুস্মিতা এবং সৃজিত কিছুদিনের মধ্যেই যে একে অপরের ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছেন সে কথা নিজেরাই স্বীকার করলেন তাঁরা। তবে এই বন্ধুত্ব আদৌ প্রেমে রূপান্তরিত হবে কিনা, সেটাই এখন দেখার।
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ। আগামী বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পেতে পারি বড় পর্দায়। ইতিমধ্যেই পুরীতে যিশু সেনগুপ্ত, ব্রাত্য বসু এবং শুভশ্রীর লুক প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো আপ্লুত দর্শকরা।