সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই আজকাল চর্চায় থাকেন তাঁর মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। বর্তমানে লন্ডনে থাকেন সানা। উচ্চশিক্ষার পর, সেখানে এক মাল্টিন্যাশনাল কোম্পনিতে মোটা টাকায় চাকরি করছেন সৌরভ-কন্যা। বাবা হয়ে মেয়েকে নিজের থেকে দূরে রাখা নিয়ে, প্রথমবার মুখ খুললেন বাংলার মহারাজ। স্পষ্ট করলেন, মোটেও মোটা মাইনের জন্য সানাকে বিদেশে পাঠাননি তিনি। বরং, সৌরভের উদ্দেশ্য ছিল যাতে মেয়ের জীবনে আসে নিয়মানুবর্তিতা।
সৌরভ আনন্দবাজারকে জানালেন, মেয়ে সানা বাড়িতে থাকলে রাত ১টা-২টোয় ঘুমোত। সকাল হত বেলা ১টায়। কিন্তু এখন চাকরি জীবন চলে ঘড়ির কাঁটার উপর ভিত্তি করে। বললেন, ‘উপার্জনের জন্য সানাকে চাকরি করতে পাঠাইনি তো! পাঠিয়েছি নিয়মানুবর্তিতা শেখাব বলে। চাকরি করা মানেই তো নিয়মানুবর্তিতা। ঊর্ধবতন কর্তৃপক্ষ, সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলা। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা। সময়ে ঘুম থেকে ওঠা, ঘুমোতে যাওয়া। ঠিক সময়ে খাওয়াদাওয়া করা। নিজেকে নিজের দায়িত্বে সামলে চলা।’
আরও পড়ুন: সংসারে পাননি সুখ, চেনেন তো কাঞ্চনের ১ম স্ত্রী অনিন্দিতাকে, কেন বিয়ে করেননি আর ডিভোর্সের পর
বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার বয়স ২৪। মেয়ের বিয়ের কথা ভাবছেন মহারাজ? প্রশ্ন শুনেই বেশ অবাক হলেন। বলে উঠলেন, ‘এখনই কী ভাবব বিয়ে নিয়ে!’ সানা প্রেম করে? সৌরভ স্পষ্ট করলেন, এখনও তা বলেনি মেয়ে। যখন মেয়ে সেরকম কিছু জানাবে, তখন ভেবে দেখবেন।
আরও পড়ুন: বাবা এক, মা আলাদা! সৎ দাদা সানির নামে হঠাৎ কী লিখলেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল
এমনকী, কোন গুণ থাকলে সৌরভ গঙ্গোপাধ্যয়ের জামাই হওয়া যায়, তাও বেশ কাটিয়ে গেলেন দাদা। জনালেন, সেরকম কিছুই ভাবেননি তিনি এখনো।
আরও পড়ুন: ‘আপনারা সবাই খুব…’! IPL-এর মাঠে রাঘবকে ‘জিজু’ বলে ডাক উপস্থিত দর্শকের, কী প্রতিক্রিয়া পরিনীতির

বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার, মা স্বনামধন্যা নৃত্যশিল্পী। তবে সানা নিজেকে প্রচারের আলো থেকে দূর রাখতেই ভালোবাসেন। অফিসিয়াল কোনো অ্যাকউন্ট নেই তাঁর। লন্ডনে নিজের মতো থাকেন। ছুটিছাটায় কলকাতায় আসেন। আবার কখনো সৌরভ ও ডোনা চলে যান মেয়ের কাছে লন্ডনে।
এর আগে একবার মেয়ের জীবনসঙ্গী নিয়ে প্রশ্ন করা হলে, ডোনার কাছ থেকে জবাব এসেছিল, ‘এতে (সানা প্রেম করলে) আমার আপত্তি নেই। তবে আমি নিজে ওর জন্য কখনো জীবনসঙ্গী খুঁজতে চাই না। না আমি ওকে বিয়ের জন্য কখনো জোরও করব। যদি ও বিয়ে করবে না বলেও ঠিক করে, তাতেও আমার আপত্তি নেই।’