এষা দেওল তাঁর সৎ ভাই, অভিনেতা সানি দেওলের সর্বশেষ ছবি 'জাট'-এর প্রশংসায় একেবারে ভরিয়ে দিয়েছেন। ধর্মেন্দ্রর দ্বিতীয় পক্ষের মেয়ে এষা, সম্প্রতি বন্ধুদের সঙ্গে সিনেমা হলে গিয়ে জাট দেখেন। এবং তারপরই অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটির একটি ক্লিপ পোস্ট করে, দাদার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেনয
দাদা সানির প্রতি এষার ভালোবাসা
রবিবার রাতে এষা যান সিনেমা দেখতে। আর বেছে নিয়েছিলেন দাদা সানির সর্বশেষ অ্যাকশন ছবি 'জাট'। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমার একটি ক্লিপ শেয়ার করেন। সেই দৃশ্য, যেখানে সানিকে ফুল দিয়ে সাজানো একটি ট্রেন থেকে নামতে দেখা যাচ্ছে। যা খুব সম্ভবত এন্ট্রি শট।
আরও পড়ুন: ‘আপনারা সবাই খুব…’! IPL-এর মাঠে রাঘবকে ‘জিজু’ বলে ডাক উপস্থিত দর্শকের, কী প্রতিক্রিয়া পরিনীতির
এশা এই ক্লিপের সঙ্গে লেখেন, ‘ভালোবাসা, ভালোবাসা এবং শুধুমাত্র ভালোবাসা ভাইয়া @iamsunnydeol’। সঙ্গে জুড়ে দেন লাল হৃদয়ের ইমোজি, ইভিল আইয়ের ইমোজি আর হাতের মাসের ইমোজি। দেখা গেল, সানিও এষার কাছ থেকে এই প্রশংসা পেয়ে খুব খুশি। এষার পোস্টটি শেয়ার করে নেন নিজের স্টোরিতে।
আরও পড়ুন: গান ছেড়ে এসব! ইন্ডিয়ান আইডল ১৫ জিতে মানসী পান ২৫ লাখ টাকা, এবার দিলেন নতুন ব্যবসা-র খবর

'জাট'-এর সিক্যুয়েলের জন্য প্রস্তুতি
১০ এপ্রিল মুক্তির ১২ দিন পর 'জাট' বক্স অফিসে প্রায় ৭৫.১৫ কোটি টাকা আয় করেছে। সানি সম্প্রতি তার ভক্তদের জন্য ছবির সিক্যুয়েলের ঘোষণা করেছেন। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘আপনারা আমাকে ও আমার 'জাট' ছবিকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, 'জাট ২' এর চেয়েও ভালো হবে।’
আরও পড়ুন: ‘স্বামী-স্ত্রীতে দিব্যি…’, সেহওয়াগ-আরতির ডিভোর্স কি হচ্ছে? মুখ খুললেন ‘দাদা’ সৌরভ
'জাট' সম্পর্কে
'জাট' লিখেছেন এবং পরিচালনা করেছেন গোপীচন্দ মালিনেনী । পিপল মিডিয়া ফ্যাক্টরি এবং মি থ্রি মুভি মেকারস ছবিটি প্রযোজনা করেছে। এটি ১০ এপ্রিল থিয়েটারে মুক্তি পেয়েছে। সানি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন , বিনীত কুমার সিং এবং সায়ামি খের।
ধর্মেন্দ্রর ছেলে-মেয়ে:
ধর্মেন্দ্রর প্রথম বিয়ে প্রকাশ কৌরের সঙ্গে। সেই বিয়ে থেকে থেকে চার সন্তান তাঁর। সানি, ববি, বিজীতা, অজীতা। এরপর ধর্ম পরিবর্তন করে, হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। দুই মেয়ে এষা ও অহনার জন্ম দেন তাঁরা। যদিও, প্রথমপক্ষের বউ ও সন্তানদের সঙ্গেই থাকেন ধর্মেন্দ্র। তবে, বাবা ও ভাইদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক এষা ও অহনার।